ফেইসবুকে শেখহাসিনার মৃত্য কামনা করে একজন শিক্ষক স্টাটাস দিলে আদালত রোল জারি করে। আর ফজলুল হক আমিনী সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে শেখ হাসিনার ছেলেকে গুম করার জন্য আল্লাহর কাছে আর্জি জানালেন। তার কয়েক দিন পরেই নাটকীয়ভাবে আমিনীর ছেলে উদ্ধার হয়। এতে প্রমাণ হয় আমিনী সাহেবকে আদালত ও সরকার উভয়ে ভয় পায়। তার মানে সাধারণ মানুষ কথাও বলতে পারবে না। সড়ক দূর্ঘটনায় যার মার গেছেন, সে ছাড়া তার কষ্ট কেউ বুঝেনা। আর মিশুক মনীর ও তারেক মাসুদের মত ব্যক্তির সড়ক দূর্ঘটনা মৃত্যতো বাংলাদেশের মানুষকে অনেক শোকাহত করেছে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন আবেগ তাড়িত হয়ে প্রধান মন্ত্রীর মৃত্য কামনা করে স্টাটাস দিয়েছেন। অবশ্যই একজন ব্যক্তির মৃত্য কাম্য কখনো কেউ করা উচিত নই। আবার তার এ স্টাটাসের ওপর ভিত্তি করে আদালতের রুল জারি কি কাম্য হতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।