আমি বলছিই না আমাকে ভালবাসতেই হবে
খুব বেশী ভালোবাসার আমার দরকার নেই
শুধু গ্রীষ্মতাপের সময় তোমার কাছে গেলে
ভারী গলায় বলো,"এখন না এলেই কি হতো না?"
তোমাকে ভালোবাসি এমন কিছু শুনতে চাই না।
কেবল চাই আমার ব্যর্থতায় তোমার অন্ধ সমর্থন,
আমার আশু বিপদের সংশয় তোমাকে ভাবাক।
উত্তম পুরুষে আমার প্রশংসায় লজ্জায় লাল না হলে,
যাত্রায় অপয়া পাখি ডাকলে দরোজা আগল দাঁড়িও
শঙ্কায় বলে ওঠো,"আর কিছুক্ষণ বসে যাও না।"
আমি ভাব ভালোবাসার ধার ধারি না কখনো।
কেবল যেন আমার খড়খড়ে পায়ের শব্দ পেলে
তোমার ধ্যান-জ্ঞান-প্রার্থনার খেই ছুটে যায়
পূজার বেদী ছেড়ে চলে আসতে ইচ্ছা করে।
আমার দেয়া কাঁচের চুড়ি তোমার শ্রেষ্ঠার্জন হোক,
পৃথিবীর শেষ দিনে আমাকে খুঁজে নিও,
ফিরিয়ে দিও সেই কাঁচের চুড়ি।
[অনুপ্রেরণা - নির্মলেন্দু গুণের তোমার চোখ এতো লাল কেন]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।