আমাদের কথা খুঁজে নিন

   

তিক্ততা সহ মুটামুটি বিস্তারিতঃ PTC তে নিশ্চিত আয় করুন...........

আমার এ দুনিয়ার সকল তত্ত্বের তাপীয়নুভূতী জাগ্রত হোক

এ পর্যন্ত বেশ কয়েকটি PTC সাইট বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ বলা ঠিক হবেনা। এরা মেম্বারদের টাকা মেরে দিয়েছে। কেননা বন্ধ করা ছাড়া এটা সম্ভব না। এরকম অনেক PTC সাইট আছে।

তবে কয়টা নিরাপদ ? শুধু কাজই করে গেলাম পয়সা পেলাম না তা কি হয়। এখন প্রতিদিন অনেক নতুন নতুন PTC সাইট হচ্ছে। যার সংখ্যা বর্তমানে হাজার হাজার পেরিয়ে গেছে। তবে আমার মতে হিসেব কষে ৫ টা সাইটে কাজ করে যদি পেমেন্ট পাওয়া যায়, তবে এত অনর্থক সময় এবং পরিশ্রম অপচয় করে দরকার কি... >>>>>>>>>>> >>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>>>>>> আজ আমি শুধু মাত্র নিজের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি.... আমার যা সময় এবং পরিশ্রম অপচয় হয়েছে তা যেন অন্য কারো না হয়। এখন বলি কাজের কথা, আপনারা যারা নিয়মিত PTC কাজ করবেন, তারা একটু ধৈর্য সহকারে কাজ করলেই কাজের মুটামুটি মূল্যায়ন পাবেন।

আর ঠিক তাই, কাজ করা চাই নিয়মিত। শুধু মাত্র তারাই রেজিস্ট্রেশন করবেন, যারা নিয়মিত কাজ করার মানসিকতা রাখেন। আপনারা নিয়মিত কাজ করতে ইচ্ছুক হলে এখানে দেখতে পারেন........... মনে রাখবেন "নিয়মিত কাজ করলে আয় ঠিকই হাতে পাবেন"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।