গর্জে উঠুন একসাথে এগিয়ে যাও বাংলাদেশ
আজ জীবনে প্রথমবারের মত গেছিলাম ঢাকা মেডিকেল। উদ্দেশ্য পরিচিত এক বড় বোন এবং তার ছোট বোনকে বর্হি বিভাগে ডাক্তার দেখানো! অনেক ভীড় ঠেলে কোনমতে কাউন্টার থেকে বড় আপু টিকেট নিল তারপর থেকেই ঝামেলা শুরু। শেষমেস তিন/চার কাউন্টার ঘুরে ডাক্তারের চেম্বারের সামনে হাজির হলাম। মোটামুটি একটা বড় লম্বা লাইন শেষে ছোট বোন সুযোগ পেল ডাক্তারের কাছে যাবার। তারপর সে ফিরে যা জানালো তাতেতো আমি রীতিমতো হতবাক।
ডাক্তারটা ছিল হুজুর টাইপের। তার কিছু অংশ লিখছি।
সে (ছোটবোন) গেছিল টিপ পরে তাই দেখে
ডাক্তারের প্রশ্ন টিপ পরছো কেন? তোমাকে দেখে আমি কি বুঝব তুমি হিন্দু, মুসলমান নাকি খ্রীষ্টান? তারউপর তুমি মেয়ে বুঝব কিভাবে তুমি কি? মনেকরো তুমি এখান থেকে বাসায় ফেরার পথে দূর্ঘটনায় মারা গেলে তখন মানুষ বুঝবে কিভাবে তুমি মুসলমান। একটা ছেলে হলে নাহয় পোষ্টমটেম করে জানা যাবে সে হিন্দু না মুসলমান!! কিন্তু তুমি টিপ দিছো তোমারটা জানব কিভাবে?
এবার আপনারা বলেন এসব কথা শুনলে কি কোন মেয়ে সে ডাক্তারের কাছ থেকে কতখানি চিকিৎসা সেবা পেতে পারে বা নিতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।