আমাদের কথা খুঁজে নিন

   

চারিদিকে তিক্ততা,আসল দায়ী চিনি

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন আমাদের জাতীয় জীবনে নানাবিধ পর্যায়ে আমরা গত কয়েকমাস ধরে শুধু তিক্ত অভিগ্গতার সম্মুখীন হইতেছে । শেয়ারের দাম হঠাত্‍ করিয়া বাড়িতেছে,হঠাত্‍ করিয়া পড়িয়া যাইতেছে,মাঝখান থেকে কতক লোককে একেবারে পথে বসাইয়া যাইতেছে অতএব শেয়ার বাজার তিক্ত । ঘন ঘন বিদ্যুত্‍ চলিয়া গিয়া ব্যবসা বাণিজ্যের লালবাত্তি জ্বালাইতেছে,আরামের ঘুম হারাম হইতেছে ফ্যানবিহীন অবস্থায়।

ছেলেমেয়ের পড়াশোনা লাটে উঠিতেছে । দায়ী বিদ্যুত্‍ । অতএব ইহাও তিক্ত । যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রাস্তার কারণে। বলা হইতেছে যোগাযোগমন্ত্রী ও তার কর্মী বাহিনীর নিরারুণ ব্যর্থতা ইহার জন্য দায়ী ।

সুতরাং এইক্ষেত্রটাও তিক্ত । পুলিশ,র্যাব বাহিনী মোটাদাগের কাজগুলো করিয়া ফেলিতেছে জনগণের ভালমন্দের তোয়াক্কা না করিয়া। অতএব এও তিক্ত । বাজারে জিনিসপত্রের আগুনলাগা দাম । বাণিজ্যমন্ত্রীর সকল আশ্বাস ব্যর্থ হইয়াছে ।

অতএব ইহাও তিক্ত। এতসব তিক্ততার আসল মূলে কে রহিয়াছে জানেন কী ?এতসব তিক্ততার মূলে চিনি । চিনির মূল্য অধিক,তাই এত তিক্ততার জন্ম হইয়াছে । চিনির দাম কমিয়া গেলেই আমরা মিষ্টর দেখা পাইব আশা করি । পুনশ্চ : সকল তিক্ততা দূর হইয়া বাংলাদেশে মিষ্টতা দেখা দিক ।

মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি । আপনাদের ঈদ আনন্দে কাটুক এই প্রত্যাশা করছি । সবাইকে ঈদ মোবারক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।