মন বসে না পড়ার টেবিলে
ভাবতেই অবাক লাগে আশরাফুল আজ দেশের আঙিনা পেরিয়ে বিদেশের মাটিতেও আমাদের মুখ উজ্জ্বল করছে । দ্রগবা , ল্যাম্পার্ডদের ভীড়ে আজ কিনা আশরাফুলও যোগ দিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজে তাও আবার ইংলিশ লিগের রেকর্ড ৫০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি তে !!
অনেকের মনেই সন্দেহ দানা বাঁধছে । আশরাফুল কিভাবে,কখন,কেন ??
গোটা সিজনে বারোটা ম্যাচে একটাও গোল নাই , একটাও অ্যাসিস্ট নাই । আবার প্লেয়ারও খারাপ না । রীতিমত চৌকস প্লেয়ার । দুরন্ত টেকনিক , প্রতিভার আধার । তাহলে ফার্নান্দো টরেসকে আশরাফুল না বলে কি আর উপায় থাকে??
কষ্ট করে অনেকদিন পর ঢুকলেন ব্লগে তাই আমার কলজের টুকরা আশরাফুলের কিছু ছবি দেখে দিলটা ঠান্ডা করেন । পোলায় এ টিমের হইয়া সেঞ্চুরি মারসে দেখলাম । আবার মনে হয় উৎপোঁদ শুভ্রর কলাম দেখতে পাবো এরে দলে ঢুকানোর জন্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।