মুক্তমনা
পদঃসহকারী শিক্ষক- শিক্ষকা
যোগ্যতাঃ
মেয়েঃএস.এস.সি
পুরুষঃব্যাচেলর ডিগ্রী
আমাদের দেশের নারীদের ক্ষেএে সাধারনত উচ্চ শিক্ষা গ্রহন করাটা একটু কঠিন,সেটা বিভিন্ন কারনে হতে পারে যেমনঃসামাজিক,পারিবারিক এবং অন্যান্য কারনে।মনে হয়,সরকার বিভিন্ন দিক বিবেচনা করে প্রাইমারি নিয়োগ পদ্ধতির ক্ষেএে মা জাতির মুক্তির জন্য এস.এস.সি পাস মেয়েদের পরীক্ষার সুযোগ দিলেন এবং ৬০% কোটা সংরক্ষন পদ্ধতি চালু করলেন।সরকারের উদ্দেশ্য হল মেয়েদেরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা।একটু লক্ষ করুন যাঁরা আজ এই যোগ্যতা(মেয়ে) নিয়ে নিয়োগ পাচ্ছেন তারা কতটুকু আলোর মুখ দেখছেন এবং এদের দ্বারা শিক্ষা দেওয়া শিক্ষাথীদেরই অবস্থাইবা কি হবে?আমাদের দেশের অবস্থাই ঐ এস.এস.সি পাস মেয়েরাই কেবলমাএ উচচ শিক্ষা থেকে বন্চিত হবে এবং শিক্ষা গ্রহন করা ঐ সব শিক্ষাথী বরং আলোর থেকে অন্ধকারেই বেশি পড়বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।