আমি কল্পনা করতে খুব পছন্দ করি কিন্তু আমার কল্পনা আর আমার মধ্যে খুব বেশি বেবধান.।
আমাদের বাংলাদেশ সরকার কচ্ছপ নিতিতে বিশ্বাসী তার প্রমান মেলে আমাদের ইন্টারনেট এর গতি তে।
৩জি নিয়ে কত কিহিনি, এখন পর্যন্ত পুরো দেশ এর এর সার্ভিস অনিশ্চিত।
বাংলাদেশ এ বর্তমানে মোবাইল অপারেটর সংখ্যা ৬ টি। গ্রামীনফোন,রবি,বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, সিটিসেল,।
আর ওয়াইমাক্স এর মধ্যে আছে বাংলালায়ন, অল্ল, আর কিউবি। আর ওয়াইফাই ইন্টারনেট এর দিকে iconnect.
যারা ঢাকা তে আছেন তাদের জন্য ভাল এই যে ওখানে ওয়াইমাক্স এর আওতা আছে। আর যাদের নাই তারা আছেন হয়তবা
টেলিটক ৩জি নিয়ে। ভালই চলেছে।
কিন্তু যাদের এইখানে ওয়াইমাক্স অ্যান্ড ৩জি নাই তারা কি করছেন???
হ্যাঁ তারাও ইন্টারনেট ব্যবহার করছেন।
তারা প্রত্যেকে এমন একটা শিক্ষা নিচ্ছেন যেটা উপরের সুবিধা ভোগীরা পাচ্ছেন না।
কি সেটা?
সেটা ধৈয।
বাংলাদেশে এ কয়েকটা শহরে মোটামুটি ইন্টারনেট এ ভাল স্পীড আছে। তবে তাও সুবিধা জনক নয়।
আর গ্রাম এর দিকে গেলে ত কথাই নেই যেখানে গ্রামীণ ইয় রাজা।
আমরা জানা মতে সবচাইতে কম স্পীড দেয় এই স্বনামধন্য
অপারেটর। যদি এদের পোস্টার এ কত কথা বলে। টিভি তে অ্যাড দেয় এত টাকায় এত এমবি ইন্টারনেট । কিন্তু কত কেবিপিএস
কিছুই বলে না। তবে বাংলালিংক,রবি, সিটিসেল ,টেলিটক ২জি মন্দের ভাল আর কি।
আজ ২০১৩ এই সময়ে আমার পরে আছি ইন্টারনেট এর প্রাথমিক যুগে।
এখন ও আমাদের ১২-২০ কেবিপিএস নিয়ে চলতে হয়।
বর্তমান সময় জনপ্রিয় ইউটিউবে এই স্পীড নিয়ে ভিডিও দেখেতে গেলে। ১ মিনিট এর ভিডিও এ আমাকে ৪ মিনিট অপেক্ষা করতে হয়।
এইভাবে ভিডিও দেখতে গেলে ১ ঘণ্টার ভিডিও কয় ঘণ্টায় দেখিব।
???
আর ডাউনলোড এর স্পীড ত মাশাল্লা। আর কি বলব।
এমনিতেই স্পীড নাই তার উপর কিছু দিন পর পর ইন্টারনেট ব্যবহার কারিদের সাথে চলে সরকার এর একতরফা খেলা।
কি না কি কারণে সরকার upload স্পীড কমায় দেয়। এতে নাকি সরকার এর বিরুদ্ধে কোন খারাপ ভিডিও upload
করতে পারবে না।
আমি ত সরকার এর বিরুদ্ধে কিছু দিচ্ছি না। তবে আমি কেন ওয়েবসাইট এ কিছু upload করেতে গিয়ে
স্পীড এ প্রব্লেম এর কারণে ৩ দিন যাবত upload দিতে পারছি না।
কি বা বলব। যে দেশের কোন মন্ত্রী বলেন (এত কিছু দরকার নাই কল আসলে গেলে এ ত হয়)
সে দেশের কি বা হবে। সরকার এখন ও অন্য অপারেটর দের ৩জি বৈধতা দিচ্ছে না।
কারণ তা হলে
টেলিটক চলবে না। আর আমাদের দিচ্ছেন এই কষ্ট। অবশ্য সরকার আমাদের কষ্ট কি বঝুবে তাদের মন্ত্রনালয় এ ত আবার high-speed
ইন্টারনেট লাগানো। তারা তো vip.
আশা করব সরকার যেন দ্রুত এই স্পীড জনিত সমস্যা দুর করে বাংলাদেশ কে ইন্টারনেট এর স্পীড অভিশাপ থেকে মুক্তি দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।