সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
যে সাগরের বুকে কিছুদিন আগেও খেলা করতো লালন, লালনের গান, সেই সাগরের বুকে এখন বাসা বেধেছে মরণ ব্যাধি ক্যান্সার। মাত্র চার বছর বয়স থেকে সংগীত পরিবেশন করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করে রাখতো যে সাগর বাউল
লিংক দেখুন আশা করি ভালো লাগবেঃ
Click This Link
সেই প্রাণোচ্ছল মিষ্টি হাসির সাগরের জীবন এখন সঙ্কটাপন্ন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন সে হাসপাতালে। মিষ্টি হাসির সাগর বাউলের সাগর বনানীর বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেনীর ছাত্র। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সাগরই মূলত তাদের সংসারের খরচ চালাত।
বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে যে আয় করতো তা দিয়েই তাদের সংসারের ব্যায় নির্বাহ হতো। দেশের নামকরা কয়েকটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার গান শুনবার সৌভাগ্য হয়েছিলো আমারও। কী যে যাদুকরী কণ্ঠ তার যা দিয়ে সে সকলকে মন্ত্রমুগ্ধে করে রাখতো পুরোটা সময়।
লিংক দেখুন আশা করি ভালো লাগবেঃ
http://www.youtube.com/watch?v=zVLUVVDRlgY
সেই সাগর এখন হাসপাতালে ভর্তি থাকার কারণে তার সংসার অচল হয়ে পড়েছে। তার দরিদ্র পিতা আবদুল আলিম দ্বারে দ্বারে ঘুরছেন সাগরের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য।
সাগরের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তার চিকিৎসায় সহযোগিতার জন্য হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছেন তার পিতা আবদুল আলিম। যে কেউ তাকে সাহায্যের জন্য ন্যাশনাল ব্যাংক লিঃ এর গ্রগতি স্মরনী শাখায় আবদুল আলিম এর সঞ্চয়ী হিসাব নং- ৩৪০২৪২৭২ এ সাহায্য পাঠাতে পারেন। আমরা আশা করি হৃদয়বানদের অকৃপন হস্তের সাহায্য সহযোগিতায় সুস্থ হয়ে ছোট্র সাগর আমাদের মাঝে আবার ফিরে আসবে। তার মধুর ও সুলোলিত কণ্ঠের যাদুতে ভরিয়ে দেবে দর্শক শ্রোতাদের হৃদয় ও মন সেই প্রত্যাশায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।