যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আহ কত সুখের সময় ছিলো এককালে। লিফটে চড়া অবস্থায় কারেন্ট গেলে দীর্ঘক্ষণ থাকা যাইতো। কত উত্তেজনা, আতংক, রোমাঞ্চ আর অক্সিজেনের ঘাটতি হইতো। কতভয়ংকর সব গল্প হইতো। সুন্দরী রমনী থাকলে পোলাপান তার ভয় দূর করার জন্য হিরু হিরু ভাব লইতো আর একা থাকলে দোয়া দরুদ পইড়া মৃত্যুর জন্য প্রস্তুতি লইতো।
কেউ কেউ দর্শনশাস্ত্র লইয়া গবেষণা কইরা হার্টফেল খাইতো।
সেই সুখের দিন আর নাই। কারেন্ট গেলে মাত্র কয়েকসেকেন্ডের মধ্যে জেনারেটর চালু হইয়া যায়। বড়জোর দুইমিনিট। কারো কোনো ফিলিংই হয় না।
কোনো আতংক হয় না। কোনো রোমাঞ্চ হয় না। যে যার মত মোবাইল টিপতে থাকে আর ভাব লয় এইটা আর এমন কি!
প্রচুর অক্সিজেন, প্রচুর আরামের লিফটগুলা একেবারে লিফটে আটকা থাকোনের মজা নষ্ট কইরা দিছে। মাত্র দুইমিনিট লিফটে আটকা থাকার মধ্যে কুনু রোমাঞ্চ নাই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।