s
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জানা যায়,রাত ১০টার দিকে জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি রিয়াজউদ্দিন চৌধুরী সুমন গ্রুপের প্রথম বর্ষের ছাত্ররা সাধারণ সম্পাদক গ্রুপের প্রথম বর্ষের ছাত্রদের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে ও এক পযায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের দ্বিতীয় বর্ষের ২জন ছাত্র এর সমাধান করতে গেলে সভাপতি গ্রুপের ছাত্রলীগ কর্মীরা তাদেরকে অপমান করে। পরে এ খবর হলে ছড়িয়ে পড়লে দুই গ্রুপ মারমুখি অবস্থান নেয় ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এতে সভাপতি গ্রুপের প্রথম বর্ষের ২জন কর্মী আহত হয়।
পরবর্তীতে হল প্রভোষ্ট ও ছাত্রলীগের নেতাকর্মীরা এক সাথে আলোচনা করে হলের পরিস্থিতি শান্ত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।