আমার দেশ আমার গর্ব আমার অহংকার.......
১।
বাবা : বেয়াদপ ছেলে এবারো পরীক্ষায় ফেল করেছিস........লাথি মেরে ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে ।
ছেলে : তুমি আমাকে লাথি দিবা- আর আমার বুঝি পা নাই ।
বাবা : তোর এত্ত বড় সাহস । তুই আমাকে কি বললি এটা ।
তুই পা দিয়ে কি করবি ।
ছেলে : পা দিয়ে আমি দিমু দৌড় ।
২।
রাজা ঘোষনা দিলেন যে আমার রাজ্যে যত্ত অলস লোক আছে তাদেরকে আমি বসিয়ে খাওয়াবো ।
রাজার ঘোষনা শুনে রাজ্যের সবাই বলতে লাগল আমরা অলস আমরা অলস ।
রাজা পড়লেন বিপাকে । আমার রাজ্যে এত অলস লোকের বাস । এত অলস লোককে খাওয়াবে কি করে ।
তখন মন্ত্রী রাজাকে বুদ্ধি দিলেন .....রাজামশাই সব অলসদেরকে একটা ঘরে বন্দি করে........ঘরে আগুন লাগাইয়া দেই । তাইলে বুঝা যাবে কে কত্ত অলস ।
যেই কথা সেই কাজ.......অলসদেরকে একটা ঘরে বন্ধি করে আগুন লাগিয়ে দেয়া হল ।
ভয়ে সবাই পালাতে শুরু করল । এর মাঝে ছিল চার অলস......
প্রথম অলস : রাতে কেন রবি জ্বলে
দ্বিতীয় অলস: আখি মেলে কে বা দেখে
তৃতীয় অলস : পিপু (পিঠ পুড়ে)
চতুর্থ অলস : ফিশো (ফিরে শো) ।
৩।
বৃষ্টির দিনে এক বোকা লোক পিছলা খাইয়া পইড়্যা গেল......
এমন সময় আকাশে বজ্রপাত হয় ।
তখন লোকটি বলছে....আল্লাহ তুমি আমারে ফালাইছ আবার তুমিই লাইট জ্বালাইয়া দেখতাছো । দেখ আল্লা আমি পড়ছি আমি পড়ছি ।
৪।
গ্রামে সবাই মিলে আড্ডা দিচ্ছে । আড্ডার এক পর্যায়ে সবাই বলছে রমজান আইস্যা পড়তাছে........এক বোকা লোক একথা শুনছে........সে শুনে বাড়ি গিয়ে তার বাড়ীর চারদিক একেবারে মিহি করে বেড়া দিচ্ছে ।
সবাই বলছে তুমি এভাবে বেড়া দিচ্ছো কেনো ।
বোকা লোকটি বলল....সবাই বলা বলি করতাছে যে রমজান আইতাছে তাই বেড়া দিতেছি । যাতে রমজান আমার বাড়িতে আইতে না পারে । বাবারে যে কষ্ট দেয় রমজান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।