আমাদের কথা খুঁজে নিন

   

গ্যালিলিও গ্যালিলি'র প্রতি ভ্যাটিকানের শ্রদ্ধা

মহাজাগতিক সংস্কৃতির পথে .. ..

আজ থেকে ঠিক চারশ বছর আগে অর্থাৎ ১৬১১ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি তার তৈরিকৃত টেলিস্কোপটি তৎকালীন পন্ডিত ব্যক্তিবর্গের সন্মুখে প্রথমবারের মত প্রদর্শন এবং এটি দিয়ে রোমের এক পাহাড় থেকে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি এর মাধ্যমে পৃথিবী যে মহাবিশ্বের কেন্দ্র নয় বরং পৃথিবী সহ অন্যান্য গ্রহ সমূহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণরত তা সকলকে বোঝাতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন ক্যাথলিক ধর্মযাজকেরা এটিকে বাইবেল ও ধর্ম বিশ্বাসের বিরোধী আখ্যা দিয়ে গ্যালিলিওর জোর বিরোধিতা ও তাকে নিগৃহীত করেন। কিন্তু এই ঘটনার ঠিক চারশ' বছর পরে গত ১৪ এপ্রিল, ২০১১ বৃহষ্পতিবার ভ্যাটিকান থেকে এই মহান জ্যোতর্বিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গ্যালিলিও যে জায়গায় তার টেলিস্কোপটি সকলের সন্মুখে এনেছিলেন ঠিক সেখানেই ভ্যাটিকান এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। গ্যালিলিও'র সম্মানে শিল্পকলা সহ জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী ছিল সেখানে। এখানে বর্তমানে আমেরিকান একাডেমী নামে কলা ও মানবিক বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। উল্লেখ্য এর আগে গত ৩১ অক্টোবর, ১৯৯২ তারিখে ভ্যাটিকান সিটির পোপ দ্বিতীয় জন পল (খ্রিষ্টান ক্যাথলিক সমপ্রদায়ের প্রধান ধর্মগুরু) আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন যে গ্যালিলিওকে ধর্মদ্রোহিতার অভিযোগে শাস্তি দেয়াটা তাদের জন্য ভুল ছিল, তিনি এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা ও তাঁর উপর থেকে অভিযোগ প্রত্যাহার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।