আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ২য় সেরা ধনী ওয়ারেন বাফেট ও পিটার লিন্স এর শেয়ারে বিনিয়োগ পদ্ধতি - আপনিও জেনে নিন ।



বিশ্বের সেরা ২য় ধনী ওয়ারেন বাফেট এর বিনিয়োগ কোম্পানির নাম Berkshire Hathaway .যার মাধ্যমে উনি বিভিন্ন কোম্পানির বিনিয়োগ মেজরিটি বা মাইনরিটি কোম্পানির শেয়ার কিনে রাখতেন। যেখানে বাজার গড় ছিল ১১% সেখানে বাফেটের বিনিয়োগকারিরা পেয়েছেন ২০% হারে আর কম্পানি লাভ করেছে বাজার গড় এর অনেক উপরে। উনার শেয়ারে বিনিয়োগ পদ্ধতি ছিল এরূপ - ১) উনি দীর্ঘ মেয়াদের জন্য ঐ কোম্পানির শেয়ার কিনতেন যার উচ্চ সম্ভাবনা আছে। উনি বলতেন শেয়ার কেনা উচিত দীর্ঘ মেয়াদের জন্য, স্বল্পমেয়াদের জন্য নয়। ২)কেনাতেই যদি লাভ করা না যায় তাহলে সে শেয়ার থেকে লাভ করা যাবে না।

বেশি দাম দিয়ে শেয়ার কিনতে নেই। বাজারে একটা সময়ে অনেক কম মূল্যে ঐ একই শেয়ার পাওয়া যাবে। উনি পুরনপন্থি ছিলেন সন্দেহ নাই কিন্তু উনিই জয়ী হয়েছিলেন! পিটার লিন্স একজন দক্ষ মিউচুয়াল ফান্ড ম্যানেজার ছিলেন। উনার মিউচুয়াল ফান্ড প্রতি বছর গড়ে লাভ করেছে ৩০% করে যেখানে বাজার গড় ছিল এর মাত্রএক তৃতীয়াংশ । উনার মতে-১) একবার ক্যাশ ফ্লো থেকে বার বার ক্যাশ ফ্লো ভাল।

২) কম্পানির ম্যানেজাররা বা উদ্দেক্তারা যদি নামে বেনামে তাদের কম্পানির শেয়ার কিনে তাহলে বুঝতে হবে ঐ কোম্পানির শেয়ারের ভবিষ্যৎ মূল্য বাড়বে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.