আকাশ জুড়ে উড়ছে নীল ধুঁয়ার কুণ্ডলী
লেলিহান শিখায় জ্বলছে ভালবাসার শীতল চাদর
শিহরণ জাগানো স্নিগ্ধ বাতাসে কড়কড়ে পোড়া গন্ধ
ইট পাথরের জঙ্গলে সি-এফ-সি গ্যাসের বেলুনে বন্দি জীবন
ওজোন স্তরের মত শতছিন্ন আজকের ভালবাসা
অতি বেগুনী রশ্মী নতুন মোড়কে পরকীয়া
পর পুরুষে মন দেয়া নেয়া। ।
মায়া- মমতা কলুষিত যান্ত্রিক জীবনে যন্ত্রের আধিপত্য
অসহায় মানব মানবী
ভালবাসার মিথ্যে অভিনয়
নীল ধূঁয়া খুরে খুরে খাচ্ছে মানুষের হৃদয়। ।
ছাদের উপর বিষন্ন গাদা ফুলের মন
গোলাপ তো কবেই গেছে ঝরে
ভ্রমর খুঁজছে বেঁচে থাকার অবলম্বন
সত্যি বড় অসহায় মানুষ এখন।
।
অস্বীকৃত প্রেমের জীবন্ত শিকার
মায়ের বুকে শিশুর আর্তচিৎকার
বিশ্বস্ত বলে কিছু নেই
নীল ধূযার চাদরে ঢাকা ভালবাসার শীতল চাদর। ।
কলুষিত প্রেমিকার মন
প্রেমিক সেতো আজন্ম দুষিত মহাকালের স্রোতে
পুরুষ শাষিত সমাজের অন্তরালে
ভালবাসা নয়, কেরোসিনে জ্বলছে মনের পিদীম
আমাদের মনের দৈন্যতা কি ঘুচবে না কোনদিন?
আমরা সবাই যেন বিমূর্ত মানব মূর্তি
পায়ে ঠেলে যাচ্ছি বিবর্ণ নগরে সবুজের হাতছানি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।