আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই মিলে শিশু কিশোরদের (চতুর্থ শ্রেনী থেকে সপ্তম শ্রেনীর) জন্য একটি বইয়ের তালিকা করে বাংলাদেশকে উপহার দেই ।



প্রিয় বন্ধুরা, আসুন আমরা যে যতটুকু অথবা যেভাবে পারি আমাদের শিশু প্রজন্মের জন্য একটি বইয়ের তালিকা করে বাংলাদেশকে উপহার দেই । যে বই গুলি ওদের পড়া উচিত, অন্য কথায়, যে বইগুলি প্রতিটি বাবা মায়ের উচিত তাদের শিশু সন্তানের হাতে তুলে দেয়া, এরকম একটি বইয়ের তালিকা হাতের কাছে অবশ্যই থাকা উচিত । ধরুন তালিকাটা এমন হতে পারে "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বইয়ের তালিকা" অথবা "যে ১০০ টি বই শিশু কিশোরদের অবশ্যই পড়তে হবে" এরকম । তাৎক্ষনিকভাবে চিন্তাটা মাথায় এলো এবং আপনাদের সঙ্গে ভাবনাটি বিনিময় করলাম । আমার নিজের ও এই মুহূর্তে এই বিষয়ে তেমন প্রস্তুতি নেই তবে কোন রকম দ্বিধা ছাড়া বলে দেয়া যায় যে এই তালিকায় “উপেন্দ্র কিশোর রায় চৌধুরী” “কবি ফররুখ আহমেদ “, “সুকুমার রায়”, "মুহাম্মাদ জাফর ইকবাল" “রকিব হাসান” এর অনেকগুলো বইই থাকবে ।

আপনারা যার কাছে যে বইটি ভালো লেগেছে আপনি যদি সেই বইটির নাম সংযোজন করেন তাহলে পরবর্তীতে সবগুলো বই থেকে পরিমার্জন করে আমরা যে কেউ সেই "যে ১০০ টি বই শিশু কিশোরদের অবশ্যই পড়তে হবে" জাতীয় তালিকা বাংলাদেশকে উপহার দিতে পারি । পরবর্তীতে আমরা "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বাংলা বইয়ের তালিকা" এবং "শিশু কিশোরদের অবশ্য পাঠযোগ্য ১০০ টি বিদেশী বইয়ের তালিকা" ও করে ফেলতে পারি । এরপর আমরা আরেকটি শ্রেণী তালিকা ও করতে পারি যে টা হবে অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর জন্য । অর্থাৎ তের থেকে আঠারো বয়সীদের জন্য । অন্যান্য শ্রেনীবিভাগ এর মধ্যে থাকতে পারে শিশু কিশোরদের উপযোগী “সেরা মুক্তিযুদ্ধ বিষয়ক বই এর তালিকা”, “সেরা গয়েন্দা/রহস্য/ থ্রীলারের তালিকা” “সেরা ভুতের গল্পের তালিকা” “সেরা ধর্মীয় বইয়ের তালিকা” ইত্যাদি ।

আমার ধারনা জনাব “আবদুল্লাহ আবু সায়ীদ” এর কাছে অথবা “বিশ্ব সাহিত্য কেন্দ্র” অথবা “শিশু একাডেমী”তে অথবা কোন শিশু সংগঠন এ এরকম তালিকা পাওয়া খুবই সহজ । কেউ কি সেরকম কোন উৎস থেকে এরকম কোন তালিকা সংগ্রহ করে এখানে সংযোজন করবেন ? অথবা আপনি সেই তালিকা দিয়ে নতুন পোস্ট ও করতে পারেন যার লিঙ্ক এই পোস্ট এ সংযোজন করতে পারেন । এর পরবর্তী করনীয় হতে পারে সেই সব বইয়ের ই-বুক তৈরী করে সবার জন্য সেই বইগুলোর ডাউনলোড লিঙ্ক একটি জায়গায় দিয়ে দেয়া । বন্ধু, আপনি কি এই কাজে অংশ গ্রহণ করবেন ? এই পোষ্টে আপনার “মন্তব্য” এর মাধ্যমে আপনার কাছে সেরা বইয়ের তালিকা আপনি দিতে পারেন অথবা আপনার কাছে কোন ই-বুক লিঙ্ক থাকলে তা এখানে দিতে পারেন অথবা আপনার কাছে কোন ই-বুক থাকলে তা আপলোড করে তার ডাউনলোড লিঙ্ক দিতে পারেন । আপনাকে অনেক ধন্যবাদ ।

আমি এখানে অল্প কয়টি বইয়ের উল্লেখ করলাম । গুপি গাইন বাঘা বাইন - উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছোটদের মহাভারত – উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আবোল তাবোল – সুকুমার রায় দিপু নাম্বার টু – মুহাম্মদ জাফর ইকবাল রবিন হুড – সেবা প্রকাশনী টম সয়ার – মার্ক টোয়েন – সেবা প্রকাশনী হাকল বেরি ফিন - মার্ক টোয়েন – সেবা প্রকাশনী রক্তচক্ষু – রকিব হাসান (তিন গোয়েন্দা) – সেবা প্রকাশনী সুকুমার রায় এর ছড়ার ঝাঁপি । এখানে ক্লিক করুন (কৃতজ্ঞতা, ব্লগার "ব্রাইট") Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.