মহাকাল: কেমন আছো গো নারী?
নারী: ভাল আছি আবার মনে হয় ভাল নেই।
মহাকাল: তোমার ভাল থাকাটা খুব দরকার।
নারী: কেমন করে ভাল থাকা যাবে জানো?
মহাকাল: হুম! জানি তবে তুমি মনকে প্রশ্ন কর। উত্তরটা আমাকে জানিও।
নারী: তবে কি প্রশ্ন করব ? মানে কিভাবে করব বলে দাও আমাকে।
মহকাল: চোখ বন্ধ কর। মন ভাল কি মন্দ আগে জানো। এরপর ওকে বল, মন! কি করে ভাল থাকা যায়!
নারী: মহকাল! তুমি তো কালের সাক্ষী। বলনা, অনেক আগে যখন আদিম কালে নারীরা ছিল, তারা কেমন থাকতো!
মহাকাল: নারী বরাবরই সুন্দর। অনেক মায়া আছে তার।
মনটাও সুন্দর । তাদের ভালবাসা আর সহযোগিতায় নির্মান হয়েছে বড় বড় সভ্যতা। পুরুষের কাজের অর্ধেকই তো নারীর দেয়া প্রেরণাতে হয়। আগেও তেমনই হত। তবে...
নারী: তবে কি ? মহাকাল!
মহাকাল: তবে সে জড়িয়ে পরে নানা রকম ভুলে।
নারী সবাইকে বিশ্বাস করে।
শয়তানকেও। তখন সে আর ভাল থাকেনি। আদিম যুগেও একই রকম ছিল।
নারী: বিশ্বাস করা কি ভুল।
তুমি জানো না? বিশ্বাস মানুষকে সফলতা আনতে কত সহায্য করে? শয়তানকে সে চিনতে পারেনা কেন?
মহাকাল: যুগে যুগে আমি দেখেছি নারীর সুন্দর আর নরম মনকে ভালবাসার ফাঁদে ফেলা সহজ হয়েছে। শয়তান এটা পুরুষের চেহারার আদলে করেছে। তাই চিনতে পারেনি। তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য চিনতে হবে। পারবেনা?
নারী: হুম! খুব পারব।
তুমি বলে দিও। আমি তো আর কলের সাক্ষী না তোমার মতন।
মহাকাল: তুমি কালে কালে একই ছিলে। শুধু পরিবেশ বদলেছে, কারন বদলেছে, ঘটনা বদলেছে, দৃশ্যপট বদলেছে, আর বদলেছে তোমাদের চিন্তা-মনন। তোমরা আগের থেকে এখন অনেক বেশি জ্ঞান রাখ।
আগে চেষ্টা করতে শুধু। এখন তা করে দেখাও।
নারী: তবে কেন বল, কালে কালে একই ছিলেম?
মহাকাল: এখনও তোমরা মা, মেয়ে, স্ত্রী, বোন এবং অবশ্যই অনেক মর্যাদা পূর্ণ। আবার এখনও তোমরা নানা রকম বেশে নিজেকে ব্যবহার হতে দাও। তোমরা অপমানিত হতে দাও নিজেকে।
কেন? কালের বিবর্তনে শুধু প্রেক্ষাপট বদলে গেছে। তোমরা নিজেদের স্বকীয়তায় কেন ফের না?
নারী: বাধ্য করা হয় । তুমি তা কি জাননি সময় থেকে? নারীকে স্বকীয়তায় আসতে দেখলে তো সবাই জ্বলে যাও হিংসায়।
মহাকাল: তুমি বাধ্য করতে দিবে কেন? তোমার সব আছে মেধা, মনন, চিন্তা, সভ্যতা, প্রজ্ঞা, অধ্যাবসায়, শ্রম। তো! আর কি প্রয়োজন? যে কোন বিষয়ে বিশ্বস্ত থাকতে হবে।
শয়তানের প্ররোচনায় ডুবে যাওয়া থেকে সাবধান হও। সততাকে আঁকড়ে ধর। নিজের শুক্তশালী ব্যাক্তিত্ব তৈরি কর। দেখবে সব সহজ হয়ে গেছে।
হিংসুকেরা পালিয়ে যাবে।
নারী: মহাকাল! আমি এমনই স্বপ্ন দেখি। আমি একদিন সব জায়গায় সম্মানের মাথে বিচরণ করব সফলতার সাথে। তুমি দেখে নিও নারী ক..ত্ত কিছু পারে। নারী হতে পারে সভ্যতার প্রতীকী রূপ। তুমি শুধু আমার পিছু পিছু এসো।
কানে কানে বলবে কোন কালে কোন ভুলের জন্য নারীকে নিজেকে ব্যবহারিত আর বাধ্য হতে হয়েছে। আমি এড়িয়ে যাব সে পথ। সঠিক পথ ধরে চলব কোন বাধা ছাড়াই। তুমি থোকা আমার স্মৃতিতে আমার জ্ঞানে।
তানিয়া হাসান খান
সময়: ১০:১৫ মি.
তারিখ: ৭/৩/১৩ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।