আমাদের কথা খুঁজে নিন

   

নারীর ষোল কলা

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

এক কলাতে দোলা লাগে দুই কলাতে দুর তিন কলাতে মনে জাগে পাগলা বাঁশির সুর চার কলাতে হেলে সে যে পাঁচ কলাতে কাত ছয় কলাতে পরে গেল হল বাজিমাত সাত কলাতে হ্রদয় নিল আট কলাতে জান নয় কলাতে মরলো সে যে দশে গেল প্রান এগারোতে ভুবন দোলে বারয় পরে বাজ তের তে যে ভুল হয়ে যায় ফেরেস্তাদের কাজ চোদ্দ কলায় মনে দোলায় ফেরেস্তারাও সদয় পনোরতে হারায় তারা নারীর প্রেমে হ্রদয় ষোল তে যে নারির প্রেমে খোদা দিশা হারা ওই কলাটি না দেখিও দুলছে গ্রহ তারা দেখাস নেরে ষোল কলা বদলা রে তোর মত ষোল কলা দেখাবি যেদিন হবে কেয়ামত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।