আমাদের কথা খুঁজে নিন

   

‘নারীর চোখে নারীর ক্ষমতায়ন’

মঞ্চনাটকের দল ‘আরণ্যক’এর প্রধান মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক রিজিয়া রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চিত্রকর ড. ফরিদা জামান ও আলোকচিত্রশিল্পী মুনীরা মুর্শিদ মুন্নী।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অভিনেত্রী শিরিন বকুল।

শিল্পী সাইদা খানমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রিজিয়া রহমান এবং উত্তরীয় পরিয়ে দেন মামুনুর রশীদ।

সাইদা খানম অনুষ্ঠানে বলেন, “১৯৬২ সালের দিকে ছবি তোলা শুরু করি আমি।

তখন সমাজ ছিল কুসংস্কার এবং অন্ধকারে নিমজ্জিত। আমাকে তখন একা পথ চলতে হয়েছে। আমার ঘনিষ্ট বা সতীর্থ বলতে কেউ ছিল না। পথেঘাটে যখন বেড়িয়েছি, তখন অনেকে ঢিলও ছুড়েছে আমাকে। অনেক বাধা-বিপত্তি গেছে মাথার উপর দিয়ে।

তবু সমাজের মধ্যে দিয়েই আমি গিয়েছি। ”

‘নারীর চোখে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রদশর্নীতে স্থান পেয়েছে সাইদা খানমের ২১টি আলোকচিত্র। আরও ২১টি আলোকচিত্র নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন পেশার ১৫ নারী আলোকচিত্রি।

ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী  চলবে ১০ মার্চ পর্যন্ত।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।