কেউ জানে না, জানতো?
ভেজা চুলের ঝরা জলে যে প্লাবন হবে
আর ভোরের বিলম্বে পাবে খুঁজে তার চোখ
শিশিরের পতন অবিরাম, নদীর রূপলী আলো;
ছুঁয়ে যাবে শিশির করতলে তার অথবা
ইচ্ছে জাগবে স্নানের
কেউ জানে না, জানতো?
অন্ধকারের আলিঙ্গন মুছে গ্যাছে যত, আবার
আলোর পড়ে আরাধ্য আধার ফিরে এলে
তিনি ব্যাকুল হবেন,
আকুল টানবেন কাছে একটু না ভেবে
পরক্ষণেই ঠেলে দেবেন দূরে
কেউ জানে না, জানতো?
এখন এই বৈশাখে অগাধ পথ একসাথে হেঁটে
তারা ক্লান্ত হবেন না কিংবা
মনের বিপরীত স্রোতে গা ভাসাবার স্বাদ
অথবা চরম বিস্বাদে ভিন্ন পথে হাঁটবেন
কেউ জানে না, জানতো?
কেউ জানে না, তবে জানবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।