বাংলাদেশের মানুষ সৌভাগ্যের সন্ধানে যেমন শহরে ভিড় জমায়, তেমনি আবার অন্তত দুই ঈদে মাটির টানে গ্রামে যায়। কিন্তু প্রতিবারই দেখা দেয় বিপত্তি। বাসের ভাড়া বৃদ্ধি, টিকিটের স্বল্পতা, যানজট, ছিনতাইসহ যাবতীয় সমস্যায় আক্রান্ত মানুষের ঘরে ফেরার মুহূর্তটি হয়ে ওঠে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যখন ছোটখাটো অজুহাতে একশ্রেণীর যানবাহনমালিক ধর্মঘট ডাকেন, অথবা ছিনতাইয়ের কবলে পড়তে হয়, তখন অসহায় যাত্রীদের আত্মসমর্পণ করতে হয় অনিশ্চিত ভবিষ্যতের কাছে।
গত শনিবার সকাল থেকে কাওরাকান্দি-মাওয়া নৌপথে লঞ্চ চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে গেলে যাত্রীরা পড়ে মহাবিপদে।
ভাগ্য ভালো যে ৩৬ ঘণ্টা পর আবার নৌযান চলাচল শুরু হয়েছে। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের এই রুটে অসংখ্য যাত্রী ও বাস পারাপার হয়। ঈদের আগে এই ব্যস্ত সময়ে কোনো ধর্মঘট কাম্য নয়। একটি লঞ্চ নিয়ম ভেঙে যাত্রী নিয়ে চলাচল করার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছিল। ওই লঞ্চমালিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অন্যায় করেছেন বলে অভিযোগ রয়েছে।
এর প্রতিকার অবশ্যই দরকার। কিন্তু এ জন্য যাত্রীদের জিম্মি করার অধিকার কি কারও আছে?
ঈদের আগে সড়কে মহাসড়কে তীব্র যানজট আরেকটি বড় সমস্যা। বিশেষভাবে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য ঢাকার একটি প্রধান প্রবেশদ্বারে সারাক্ষণ যানজট লেগে থাকে। এটা প্রায় তিন-চার বছরের পুরোনো সমস্যা। প্রতিবার ঈদ এলেই যোগাযোগমন্ত্রী সেখানে গিয়ে আশ্বাসবাণী শোনান, কিন্তু কাজ হয় না।
যথা পূর্বং তথা পরং। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই ফ্লাইওভার-ক্ষত সারতে যে কত দিন লাগবে, তা কেবল ভবিষ্যৎই বলতে পারে। অথচ এখন মূল কাজ চলছে ওপরে, নিচের রাস্তা অনায়াসে যান চলাচলের জন্য খুলে দেওয়া যায়। অপ্রয়োজনীয় নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিয়ে ও রাস্তার ভাঙাচোরা অংশ পিচঢালাই দিয়ে আপাতত যানজট নিরসনের ব্যবস্থা হতে পারে। কিন্তু সময়মতো কেউ উদ্যোগ নেয় না।
সড়কে ছিনতাই-আতঙ্ক আরেকটি সমস্যা হয়ে উঠেছে। মহাসড়কে পণ্যবাহী ট্রাক ছিনতাই ও চালক খুন ভয়াবহ রূপ লাভ করেছে। ট্রাক ছিনতাই করে পণ্যমালিকের সঙ্গে দর-কষাকষি করে চাঁদা আদায়ের অভিযোগ আসছে। ঈদ সামনে রেখে এ ধরনের ছিনতাই বাড়ছে বলে জানা গেছে। গত সোমবার চট্টগ্রাম বন্দর থানার পুলিশ একটি হোটেল থেকে কাভার্ড ভ্যান ও পণ্যবাহী ট্রাক ছিনতাইকারী দলের আট সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করায় অন্তত এটা প্রমাণ হয়েছে যে পুলিশ সচেষ্ট হলে এসব অপরাধী অবাধে ছিনতাই চালিয়ে যেতে পারে না।
রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ বড় কয়েকটি শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে, কিন্তু যানজটে প্রতিদিন মানুষের হয়রানি বাড়ছে। ঈদ যত কাছে আসছে, ততই বাড়ছে বিড়ম্বনা।
তার পরও আমরা চাইব, ঈদের দিনগুলো আনন্দময় হয়ে উঠুক। নিরাপদ হোক মানুষের যাতায়াত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।