আমাদের কথা খুঁজে নিন

   

পান্তাভাত আর শীলার দুলুনি কালচার…

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

নববর্ষের নামে অশ্লীলতা আর কুরূচিপূর্ণতার উপর দীর্ঘশ্বাস ফেলা বেশ কিছু পোষ্ট দেখলুম । কিছু না লিখে থাকতে পারা গেলো না । এগুলো কারো একার দোষ নয় ।

দোষ আধুনিক হতে যাওযার, যে আধুনিকতার অর্থই আমাদের জানা নেই । চিন্তা-চেতনা যেখানে সম্পূর্ণ রূপে বাধাগ্রস্থ অশিক্ষা-কুশিক্ষার কারনে, সেখানে আধুনিকতার প্রবেশও বাধাগ্রস্থ হবেই । কোমড় দোলানো নাচ নাচতে চাই , কিন্তু জানিনে দোলানোর মতো কোমড় আমার আছে কিনা । ভুল ইংরেজীর গোটা কয়েক মুখস্ত করা লাইন চর্চিত ঠোটে আউড়ে আধুনিক সাজতে চাই, কিন্তু বাংলায় (নিজের মুখের ভাষা) একটি লাইনও গুছিয়ে বলতে পারিনে । একজন স্মার্ট মেয়ে বা ছেলেকে বগল দাবা করে ডিসকোতে যেতে চাই, কিন্তু নিজের বোন কিম্বা ভাইটিকে তা ই করতে দেখলে লাটিপেটা করি – ইতর বলে গালি দেই ।

আধুনিক হতে চাই অথচ ভেতরে থাকা মান্দ্ধাতার আমলের মানসিকতাকে ছাড়তে পারিনে । দু’নৌকায় পা রাখলে যে পতন হয়, আমাদের তা ই হয়েছে । আধুনিকতা মানেই উশৃঙ্খলতা নয়, এই বোধটুকুই কি আমাদের আছে ? যারা শেখাবেন, ভার যাদের উপরে, তারা নিজেরাইতো সাদা-কালো-নীল-সবুজ দলে হালুয়া-রুটির ভাগ পেতে ভিখিরী সেজে বসে আছেন জন্ম জন্মান্তর থেকে - থাকবেনও । রুচিবোধ, শিক্ষা, আত্মসম্মান বিক্রী করে দিয়ে দেউলে হয়েছেন । এরা দেশকে কি শেখাবেন ? বিশ্ব-বিজয়ী আলেকজান্ডার আর রাজা পুরুর কাহিনীটি আপনারা জানেন, যেখানে পুরু আলেকজান্ডার এর কাছে একজন “রাজার ব্যবহার” আশা করেছিলেন ।

কারন একজন রাজা-ই রাজার ব্যবহার দিতে জানেন । আমরা এই সব তথাকথিত সুশীল সমাজ আর বুদ্ধিজীবি (বুদ্ধি বিক্রী করে জীবন ধারন করতে হয় যাদের) দের কাছ থেকে ভালো কি শিক্ষা আশা করবো ? যারা নিজেরাই বেনিয়া ? একটি মনে রাখার মতো ডায়ালগ উল্লেখ করতে চাই । এর চেয়ে যুৎসই উপমা আর খুঁজে পেলুম না এই মুহূর্তে । ডায়ালগের “ভালগার” টুকুর জন্যে আগেভাগেই ক্ষমা চেয়ে নিলুম । “ বাল দিয়াই যদি সারিন্দা বাজান যাইতো, তয় মাইনষে ঘোড়ার লোম খোজে ক্যা ?” আমাদের অবস্থাও তাই ।

যা আমাদের মানায় না, মানিয়ে নেয়ার জ্ঞান বা শিক্ষাও যেখানে নেই সেখানে যা হবার তাই হবে । ছাগল দিয়ে হালচাষ হয়না । আসলে আমাদের দৃষ্টিভঙ্গী পাল্টানো দরকার । প্রচলিত শিক্ষা আর সমাজ ব্যবস্থার কাঠামোতে বসা হাতুড়ে চিকিৎসকেরা ভুল চিকিৎসার যে ঠুলি আমাদের চোখে এঁটে দিয়ে দৃষ্টিকে ভোতা করে দিয়েছেন তার সুচিকিৎসা দরকার । প্রয়োজন সত্যিকারের চিকিৎসকের ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।