আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ করো পান্তাভাত মস্করা !

বন্ধ করো পান্তাভাত মস্করা ! পহেলা বৈশাখ সমাগত। বাঙালীর প্রাণের উৎসব । নিঃসন্দেহে চলমান রাজনৈতিকে আবহে এবারের নববর্ষ বরণ ভিন্ন আমেজে পালিত হবে। বিশেষতঃ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণজাগরণের বিপরীতে মধ্যযুগীয় উন্মাদনায় ধর্মোন্মাদ গোষ্ঠীর উত্থানে আমাদেরকে বাঙালীর নিজস্ব উৎসব, অসাম্প্রদায়িক চেতনাই যার মূল উপজীব্য তাকে পালন করতে হবে সকল প্রকার বর্বর সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার দীপ্ত শপথে। তবে পহেলা বৈশাখ পালনে বিগত বেশ কিছু বছর ধরে একটি অপসংস্কৃতির দৃষ্টুকটু অনুপ্রবেশের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।

হ্যা, ইতোমধ্যেই এটি আজ পহেলা বৈশাখের 'অপরিহার্য অঙ্গ' হিসেবে পরিচিতি লাভ করেছে এবং তা হলো তথাকথিত 'পান্তা-ইলিশ' ভোজন পর্ব। প্রথমেই আসা যাক পান্তাভাত প্রসঙ্গ। পান্তাভাত দেশীয় খাদ্য হলেও এটা বাঙালীর কোন শখের খাদ্য নয়। বরং পান্তাভাতে মাখানো রয়েছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যাপিত জীবনের অর্থনৈতিক অপরাগতার অশ্রুজল। ব্যক্তিবিশেষে হয়তো পান্তাভাত পছন্দের হতে পারে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতার কষাঘাতে বাধ্যতামূলক নিত্যদিনের খাদ্য এই পান্তাভাত।

উপাদেয় কিংবা পুষ্টিকর খাবার না হওয়া সত্ত্বেও হত দরিদ্র এ জনগোষ্ঠি তাদের পরিবার পরিজনদের নিয়ে নিতান্ত বাধ্য হয়েই দিনের পর দিন খেয়ে যাচ্ছে এই পান্তাভাত। তাদের দারিদ্রতার প্রেক্ষিতেই বাঙলা বাগধারায় প্রচলিত রয়েছে 'নুন আনতে পান্তা ফুরায়' প্রবচন। হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতার সিম্বল বলা যায় এ পান্তাভাত। ঢাকাকেন্দ্রিক ছিন্নমূল কতিপয় বাঙালী বাবুর কল্যাণে পায় একদশক যাবত এ হেন পান্তাভাতকে পহেলা বৈশাখ উদযাপনের একটি উপকরণ হিসেবে আজ প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এর সাথে সংযোজিত হয়েছে ইলিশ মাছ যা ঐ হতদরিদ্র জনগোষ্ঠীর আজ স্বপ্ন খাবার।

পহেলা বৈশাখকে সামনে রেখে চলমান ভোগবাদ নির্দশিত সমাজ (Consumer Driven) সমাজে একধরণের পাগলামি পেয়ে বসেছে। তাই বাজারে বৈশাখ আসতে না আসতেই আট/দশগুণ দামে ইলিশ বিকোয়। ভাবতে অবাক লাগে বছরের পর বছর পহেলা বৈশাখে এ হেন পান্তাভাতকে নিয়ে ভোজন উৎসব চলছে যা প্রকারান্তরে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতাকে নিয়ে মস্করা করা! আসুন এবারের পহেলা বৈশাখেই প্রান্তিক হতদরিদ্র জনগোষ্ঠীর সাথে এ ধরনের মস্করা বন্ধ করি। এবারের পহেলা বৈশাখের শপথ হোক - বন্ধ করো পান্তাভাত মস্করা রুখে দাও সাম্প্রদায়িকতা। বিঃ দ্রঃ- পহেলা বৈশাখে পান্তাভাত মস্করা বিষয়ক আমার প্রস্তাবনাটি পছন্দ হলে আমার এ পোষ্টটিকে স্টিকি করতে সামহোয়ারইন ব্লগ কতৃপক্ষকে অনুরোধ জানানোর বিনীত অনুরোধ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.