আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য হলেও সত্যিই কোন অপারেশন ছাড়াই হৃদরোগ হতে মুক্তি ।

ভালো হতে চাই

যারা হৃদরোগে ভুগছেন শুধু তাদের জন্য নয় বরং যারা ভবিষ্যতে ভুগতে পারেন তাদের জন্য বিশেষ করে এই প্রতিবেদনটি কাজে দিবে। বিমল ছজেড় দীর্ঘদিন যাবৎ হার্ট নিয়ে গবেষণা করছেন। তিনি একজন কার্ডিওলোজ্যিস্ট । এখনকার ডাক্তারদের মত তিনিও অপারেশন করতেন একসময়। কিন্তু তিনি এখনকার এসকল চিকিৎসা ধারা থেকে ভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

কিভাবে কাটা ছেঁড়া ছাড়াই প্রাকৃতিকভাবে হার্ট এর রোগ নিরাময় করা যায় তার নিয়ম কানুন বের করেছেন এবং সফলভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এটিএন নিউজে তাকে নিয়ে ৪টি অনুষ্ঠান দেখেছি । তাতে বর্তমান চিকিৎসা বনাম তার চিকিৎসা ব্যবস্থা তুলনা মূলক আলোচনা হয়। সেখানে বর্তমান একজন বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন । আরেকটি কিভাবে হৃদরোগ নিরাময় করতে হয় তা নিয়ে ক্যাম্পের অনুষ্ঠান।

বাকী দুটি, দর্শকদের সরাসরি প্রশ্ন উত্তর প্রদান করেন । হার্টের রোগীকে ১০০টির মত তেল ছাড়া রান্না খাবার, ব্যয়াম করা তার ক্যাম্পে শিখিয়ে থাকেন । এছাড়া আরও কিছু শিখিয়ে থাকেন । বিনা অপারেশনের নিয়ম কানুন মেনে চললে ,অপারেশন,কষ্ট ,খরচ থেকে নিশ্চিত মুক্তি পাবেন। বিমেল ছাজেড় বলেন, বাংলাদেশের যে খাদ্যাভ্যাস তিনবেলা প্রানিজ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া,তৈলাক্ত খাবার গ্রহণ করা এতে ২৫-৩০ বছর পরই হার্টের রোগে ভুগতে হবে।

আর অন্যদিকে আমরা যদি বেশি বেশি করে শাক-সবজি,ডাল,ফল-মূল খেলে এ রোগ থেকে মুক্তি পেতে পারি। তেলের মধ্যে আঙ্গুল চুবিয়ে একবার খেয়ে দেখুনতো কোন স্বাদ আছে কিনা.... নেই তাহলে খাবারে স্বাদ কিসে হয়: মসলায়। তেল ব্যবহার করি কেন? তানাহলেপুজিঁবাদী রাষ্ট্রগুলো তেল বিক্রি করে পুজিঁ করবে কিভাবে! তাহলে বলতে পারেন দেহের তেল প্রয়োজন নেই, আছে আমরা ভাত, রুটি যা খাই না কেন তাতে যে তেল রয়েছে তা দিয়ে দেহের চাহিদা পূরণ হয়ে যায়। আরেকবার ভেবে দেখুন তেলের যা দাম আর তেল যদি ব্যবহার না করি তার খরচ বেঁচে যাবে । খাদ্যাভ্যাস পরিবর্তন আর ব্যয়াম করলে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

এবার অপনি সিদ্ধান্ত নিন হার্টের চিকিৎসার জন্য অপারেশন না কি অপারেশন ছাড়াই রোগ হতে মুক্তি পেতে চান। ***এই প্রতিবেদন আপনি যেকোন জায়গায় সংযোজন বিয়োজন করে, কপি-পেষ্ট করতে পারবেন। কোন তথ্য ভুল থাকলে তা ঠিক করে দিবেন, কাজে আসলে বা না আসলে জানাবেন। আরো জানেত চাইলে ছবিটা দেখুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.