পহেলা বৈশাখ বা বৈশাখ মাস এলেই কালবৈশাখী ঝড়ের ঘনঘটা দেখা যায় । অনেক বছর যাবত দেখা যায় পহেলা বৈশাখে কালবৈশাখী ঝড় হয়। আজও কিছুটা দেখে আসলাম।
একটু আগে মগবাজার থেকে আসছিলাম মটর সাইকেল চালিয়ে । সাথে আরো দুই জন ।
রাস্তায় নামতেই শুরু হলো প্রচন্ড ধূলি ঝড় , পিছনের দুই জন চোখ কান বন্ধ করে পিছনে বসে আছে । আর আমি আল্লাহর উপর ভরসা করে মটর সাইকেল চাল্লাছি। এত বেশি বাতাস আর ধুলি ঝড় যে সামনে কিছু দেখা যাচ্ছে না । আবার মটর সাইকেল বাতাসে বার বার এদিক সেদিক চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হলো বৃষ্টি।
তিনজনই বৃষ্টিতে ভিজে বাসায় এসে পেীছলাম।
যখন মটর সাইকেল ড্রাইভ করছিলাম মনে হচ্ছিল জাপানে সুনামীর বিপরীতে চলছি। জাপান, থাইল্যান্ড , মালেশিয়ার সেই বিভীষিকা কী হতে পারে তা কিছুটা হলেও অনুভব করেছি।
অনেক বেশি রিক্স নিয়ে এসেছি , যে কোন সময় এক্সিডেন্ট হতে পারতো।
আল্লাহর রহমত কিছু হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।