বেলকনিতে
পড়ন্ত বিকেলের লালচে আলো ছুয়ে
তুমি আমি মুখোমুখি
পিনপতন নীরবতা
তোমার চোখে যৌবনের মুগ্ধতা
আর আমি খুজে ফিরি আমার হারিয়ে যাওয়া কবিতার ভাষা।
তোমার হাতদুটো ব্যস্ত আমার নীল আচলে
আর আমি ছন্দের পিঠে ছন্দ জোড়া লাগাতে
পিনপতন নীরবতায়
ঘোরলাগা নেশায় বিভর দুজনেই
কেউ কবিতায় আর কেউ কাব্যে।
হঠাত চেয়ে দেখি সুর্যটাও ঢেকে নিয়েছে নিজেকে
শুধু তুমি আমি মুখোমুখি
বেলকনিতে..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।