আমাদের কথা খুঁজে নিন

   

পান্থ পথের বেলকনিতে দাড়িয়ে থাকে কষ্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
এ শহরটা প্রতিদিন নিয়ম করে নেমে যায় যখন, গভীর কোন রাতের আঁধারে ইথারে যখন বেজে ওঠে অচিন বাদকের পুরোনো কোন সুর বড় রাস্তা দিয়ে চলে যায় যখন শেষ রাতে মাতাল কোন বাহন পান্থ পথের ঝুলে থাকা বেলকনিতে তখন হেটে এসে দাড়ায়, নিঃসঙ্গ এক কষ্ট! রাতের দেয়াল টপকে সেই কষ্ট পেতে ফিরে আসি, আমার মনের দুঃখ আমি তোমায় ভালোবাসি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।