হৃদয়ের গহীনে কিসের প্রভা ব্যকুলতার হাতছানিতে কিসের এই নিরবতা? দৃষ্টি গভীরে ওষ্ঠের ঐ তীরে ফুটে ওঠে এ-কি নিলিপ্ততা শুধুই কি বাস্তবতার খাতিরে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পথিক যেমন অতৃপ্ত মনে এতটুকু নিঃশ্বাস বেলাভূমির আস্তরণে খুঁজে কি পাও আপন মনে তোমার দীর্ঘশ্বাস। শুধরে নিও ঢেউয়ের তালে জী্বন নায়ের পালে পালে আগামীর পথ চলার অবিরল বিশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।