www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
এইতো আর ঘন্টা খানেকের মধ্যেই শুরু হবে যুদ্ধ....না না না সম্মুখ সমরে যু্দ্ধের কথা বলছি না ... শান্তির যুদ্ধ,খেলার মাঠের ১১-১১ মোট ২২ জনের যুদ্ধ...ক্লাব ফুটবলে দুই জায়ান্টের যুদ্ধ...
লড়াইটা এখন্ শুধু আর দুটি দলের মধ্যেই সীমাবদ্ধ নেই,লড়াইটা এখন মর্যাদার আর আত্মসম্মানের হয়ে দাড়িয়েছে…
ইউফা চ্যাম্পিয়ন্সলীগের আজকের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রার্ফোডে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যান ইউ এবং চেলসি…
প্রথম লেগের ম্যাচে রুনির একমাত্র গোলে এক শুন্য তে জয় পায় রেড ডেভিলরা…যেটি স্টামফোর্ড ব্রিজে গত ১০ বছরে ম্যানইউর প্রথম জয়
ঠিক যেন ২০০৭ এর চ্যাম্পিয়ন্সলীগের ফাইনালের কথা মনে করিয়ে দেয়
....
যুদ্ধটা যেন স্যার ফার্গি বনাম আনচেলাত্তি,
রুনি বনাম দ্রগবা,
বারবাতোভ বনাম তোরেস,
ফার্দিনান্দ বনাম জন টেরি....
চেলসির যাত্রাপথে অজস্র কাঁটা বিছানো। তবে আনচেলত্তি এই বলে দলকে উজ্জীবিত করতে পারেন, ‘দেখো, ১০ বছর স্টামফোর্ড ব্রিজে জেতেনি যে ম্যানইউ, তারা কিন্তু ঠিকই গত ম্যাচে জিতে গেল...
তাছাড়া গত ১৬টি চ্যাম্পিয়ন্সলীগের ম্যাচ ওল্ডট্রাফোর্ডে আনবিটেন ম্যান ইউ....যেটি মানসিক দিক থেকে অনেকটা চাঙ্গা রাখবে তাদের...
ওদিকে চ্যাম্পিয়নস লিগে আজ আরেকটি ম্যাচ আছে। শাখতার দোনেৎস্কের মাঠে গিয়ে খেলবে বার্সেলোনা...
বার্সা নিজেদের মাঠে আগেই বিশাল ব্যাবধানে জিটে বসে আছে...আর সেটি ৫-১ গোলে...দেখা যাক আজ বার্সা কোচ পেপ গার্দিওলা নতুন কোন চমক দেখান কিনা...!!!
আমি বরাবরি রেড ডেভিলদের ডাই হার্ট ফ্যান কইতে পারেন...
গ্লোরি গ্লোরি ইউনাইটেড...In United I Believe...GGMU
আপনি কার সাপোর্টার???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।