আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ডিএডি তৌহিদ নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসাবে ঘোষণা দিয়েছিলেন



বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানির শেষে আদালতের কার্যক্রম আগামী ২৬ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামি তৌহিদুল আলমকেই বিদ্রোহের নেতা হিসেবে চিহ্নিত করেন। কাজল বলেন, "বিদ্রোহ চলাকালে তৌহিদুল আলম সরকারের বিনা অনুমতিতে নিজেকে বিডিআরের মহাপরিচালক ঘোষণা করেন। তিনি মেজর আসাদকে হত্যার নির্দেশ দেন।" তৌহিদের আইনজীবী মোহাম্মদ রমজান আলীও বলেন, তার মক্কেল বিদ্রোহ লুণ্ঠন বা হত্যাকাণ্ডে নেতৃত্ব দেননি। "তবে তৎকালীন পরিস্থিতি সামাল দিতে সরকারের সঙ্গে কথা বলেছেন। সরকারের কৌশলের অংশ হিসাবে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিদ্ধান্তে তিনি নিজেকে বিডিআরের মহাপরিচালক হিসাবে ঘোষণা দিয়েছিলেন", বলেন তিনি। সূত্র বিডিনিউজ২৪.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.