পথের মানুষ একলা মানুষ , কোন কিছুতেই আমার কিছু যায় আসে না ..
প্রথমেই বলে নিচ্ছি এটা আমার ব্যক্তিগত অনুভূতির লেখা । তারপরেও ব্লগে শেয়ার না করে পারলাম না । এটা আমার এক দিনের ঘটনার গল্প ।
আবহাওয়া টা সেদিন অনেক সুন্দর ছিল । দিনটাও একটু অন্যরকম কেটেছে সেদিন ।
দুপুর বেলা ভার্সিটির বাসে করে ঘুরলাম পুরো পথ । আসলে ঘুরলাম না বলে বাসে বসে ঘুমালাম বা ঝিমালাম বলাই ভাল । এই সময়ে ভার্সিটিতে থাকলে হয়ত খেতাম আর রোদের মধ্যে ঘুরতাম । তার থেকে বাসে বসে একটু ঝিমায় নেয়াটা ভালোই হয়েছে । অবশ্য বাসে তুমুল আড্ডা হলেও ( অথবা সিরিয়াস টাইপ কিছু কথাবার্তা ) পুরোটা সময় আমার ঝিমানো ছাড়া আর কোন কাজ ছিল না ।
কি আর করা ... ওই সব সিরিয়াস টাইপ বা নিছক আড্ডাবাজী তে আমি অংশ নিতে গেলে কিছু এনার্জি লস হত, তা জমিয়ে রাখলাম আর কি ... এরপর ক্লাস শেষে বিকেল বেলা ... বাস আসার তখনও বেশ দেরি ... ভার্সিটির খোলা জায়গায় দাঁড়িয়ে আছি । দেখছি ভার্সিটি লাইফের শেষ ক্লাস করে ফেলা ভাইয়া আর আপুদের ... তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করছি ... এই যে আমি ... কেবল ১ বছর পার করেছি ভার্সিটি লাইফের ... আমি ভার্সিটির বন্ধুদের ছাড়া থাকতে পারছি না ... আমি চিন্তাই করতে পারছি না ... এমনও একদিন আসবে ... যেদিন আর ক্লাস করতে আসবো না আমরা একসাথে ... ভাবতে ভাবতে মন টা খুবই খারাপ হয়ে গেল ... তাই ভাবাভাবি বাদ দিলাম । একটু চারিদিকে নজর দিলাম । তখনই নজরে আসলো অস্বাভাবিক সুন্দর আবহাওয়া টা । বৃষ্টি নামবে-নামবে করতে করতে একসময় নেমেই গেল ।
আর বাসেরও সময় হল । কোন তাড়াহুড়া না করে আমরা বাসের দিকে এগোতে থাকলাম বৃষ্টির জলের ফোটা গায়ে মাখতে মাখতে । এরপর ... বাস চলতে লাগল । চলতে চলতে এক জায়গায় বাস থেমে গেল । সামনের বাস নষ্ট হয়েছে বলে - তো যা হোক ... আজ অনেকেই ছিলাম আমরা বাসে ... আড্ডাবাজী চলতে লাগলো ... যথারীতি আমি দর্শকের ভূমিকায় ।
নানা কথা ভাবছি । এক সময় নেমে পড়লাম নির্দিষ্ট স্টপেজ থেকে একটু আগেই ... নেমে আবার দ্রুত হাটা শুরু করলাম আমার নির্দিষ্ট স্টপেজের দিকে ... বেশ খানিক হাটতে হল বাসার দিকে ... একা একা ... হাটছি আর ভাবছি ... একা থাকা নিয়ে ... দ্রুত পথ টুকু শেষ করে দিতে চাচ্ছি ... পায়ে ব্যাথা হয়ে যাচ্ছে ... তাও প্রাণপন হাটছি ... আমি জানি না আজকের আবহাওয়া টা পাগলামির জন্য উপযুক্ত ছিল কি না ... কিন্তু আজ আসলেই যুক্তিহীন ভাবেই দিন টা পার করে দিয়েছি ... এসব ভাবতে ভাবতে একসময় দেখি বাসার সামনে এসে গেছি ... এত সব ভাবনার পর তখন একটাই উপসংহারে পৌছলাম ... আর তা হল - আমার পক্ষে একা থাকা সম্ভব না - যদি আগে সম্ভব করেও থাকি - এখন আর সম্ভব না - বন্ধুহীন ভাবে অনেক দিনই তো কাটিয়ে দিলাম , এখন সময় হয়েছে কিছু বন্ধু জোগাড় করবার ।
লেখাটা হয়ত কিছুই হয়নি । তারপরেও মনের কিছু আগোছালো কথাই ছেড়ে দিলাম । কারো যদি ভাল না লাগে ক্ষমা করে দেবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।