আজ এ লগন যেন বলিছে বারে বার,
শুভ্রতা ছুঁয়ে দাও এ অন্ত-দ্বার,
ফাল্গুনে হেসেছিনু আমি ধরেছিলেম তোমার হাত,
বৈশাখের ঝড়ো হাওয়ায় কেটেছে আমার একাকী দীঘল রাত।।
চলে যাওয়া বসন্ত কাঁদিয়েছে তোমায়,
সুখের দিনগুলি নিয়েছে বিদায় ।।
নতুন বর্ষে আজ একাকী চলার প্রেরণায়,
নতুন বৈশাখ আজ মাতালি দিনেরে চায়।।
নতুন বর্ষের প্রতিটি সকাল হোক শুভ্র,
এ রজনীর মতো মাতাল হাওয়ায়,
নতুন বর্ষের প্রতিটি মানুষ যেন মানুষের মনে রয়,
নতুন বর্ষের ভালোবাসা গুলো যেন পুরনোকে ফিরে পায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।