মুক্ত মন....সারাক্ষণ
... শেষ বিকেলে সূর্য ডোবার খানিক বাদেই দুর্বাঘাসের নরম ডগায় বিন্দু বিন্দু শিশির জমতে শুরু করেছে।সন্ধ্যার পর পরই শীতল শিশির-জলে ভিজে ওঠছে পার্কিং করা গাড়ির গ্লাস।
মলিন রূপ ধারণ করে ধীরে ধীরে মরতে শুরু করেছে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা ঝোঁপ-ঝাড়ের ধবধবে সাদা কাঁশবন। পথে হাঁটলেই ফুটন্ত তুলোর মতো বাতাসে ভেসে বেড়ানো মৃত কাঁশফুল এসে লাগছে নাকে-মুখে, গেঁথে যাচ্ছে রমনীর পিঠে এলানো ঘন চুলে।
রাস্তার পাশের মেহগনি গাছের কালচে-সবুজ পাতাগুলোও দিনকে দিন কেমন বিবর্ণ আর হলদেটে হয়ে যাচ্ছে, হয়তো বা আর ক'দিন পরেই ঝড়ে পড়তে হবে ভেবে আগাম প্রস্তুতি নিচ্ছে তারা-
ক্রমশ আয়ু ছোট হয়ে যাওয়া দিনের শেষে শরীর-মন দুটোতেই অনুভূত হচ্ছে কেমন ছাড়া ছাড়া ভাব। খানিক পর পর লালা দিয়ে ভিজিয়ে দূর করতে হচ্ছে ঠোঁটের শুষ্কতা।
আমার বুকের ভেতরটা হুহু করে উঠছে, চোখের দৃষ্টি ঝাঁপসা হয়ে আসছে। হায়, প্রাণ ভরে মৃদু-মন্দ বাতাসে দুলন্ত কাঁশবন দেখার সাধ না মিটতেই-
আকাশে বাতাসে উড়ন্ত ধুলি-কণার মাঝে ভেসে বেড়াচেছ আমার প্রিয় ঋতু শরতের বিদায়ী বার্তা......শরতের বিদায়ী বার্তা....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।