থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
কয়েক দিন ধরে কিছু খবর দেখি, যাতে বার বার বলা হয় যে গ্রামীন ব্যাংককে বাঁচাতে হবে।
কিন্তু গ্রামীন ব্যাংক তো ভালোভাবেই বেঁচে-বর্তে আছে। তারা আর কি কি করলে ভালোভাবে বেঁচে থাকবে?
আমরা যতদূর জানি, এই ব্যাংকটি বিশেষ ভাবে প্রতিষ্ঠিত একটি সরকারী ব্যাংক। সরকার এই ব্যাংকটিকে এতোদিনে শুধু মাত্র এর প্রতিষ্ঠাতার মাধ্যমেই পরিচালনা করেছেন।
এখন কি ব্যাংকটিকে সরকার দেশের দারিদ্র বিমোচনের জন্য সফল ভাবে ব্যবহার করতে পারেন না? অবশ্যই পারে।
সরকারী ব্যাংক সরকারী নিয়মে চলবে। এই ব্যাংকের যত সম্পত্তি আছে, তা সরকারের হস্তগত হবে। এর জন্য বিদায়ী এমডি সাহেবের এতো মাথাব্যাথা কেন, ঠিক বুঝি না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।