আমাদের কথা খুঁজে নিন

   

মেঘমালার কথা



যখনি দিনের বেলায় বৃষিট্ নামে অঝোর ধারায় মনে হয় অফিসের জানালাটা খুলে নিজেকে বাইরে বের করে দেই। একটা দুটো পানির ফোটা টিপটিপ শবদ্ করে যখন ঝরে পরে আমার মুখের উপর মনে হয় এই শহরের কোলাহোলের ভিতরে থেকেও নেই আমি। অন্য কোথাও অনেক দুরে ঘাসের উপর আমার পা। সবুজ কচি ঘাসের ভেতর ডুবে যাচিছ্ একটু একটু করে। কি নরম! কি নরম! মাটির সোদা গনধ টা মিশে যাচেছ্ আমার গায়ের গনধর সাথে। ঠিক যেভাবে মিলেমিশে থাকে রংধণুর সাতটা রং! আজকে যখন বৃষিট্ টা হয়েও হলোনা মনটা অনেক উদাশী হয়ে গেলো। মেঘ গুলোর সাথে সাথে উড়ে যেতে পারলে কি ভালোই না হোতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।