আমাদের কথা খুঁজে নিন

   

অহংকার ও বিনয় - ২

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়।

আমার পরিচিত এক পাবলিক আছে, হগগলে তারে অহংকারী কয়। হেতের লগে যহন আমার পথম পরিচয়, তহন আমি ছোশ্যাল ফোবিয়ায় আক্রান্ত আছিলাম, কেউর লগেই বিশেষ কতা কইতাম না, একান্ত বাইধ্য না অইলে। কিন্তু আমার লগে দেখা অইলে হেতেই যাইচ্যা কতা কইত। এক সময় আমার মনে অইল, সমাজের মানুষের খাইয়াদাইয়া কাজ নাইকা, খামোখা ভদ্র বিনয়ী মানুষটার নামে অহংকারী রটনা করছে।

কয়দিন পরে। ১জনের লগে ঝড়গা অয় অর। কয়দিন তাগো কতাবার্তা বন্দ। ১দিন ঐ ভদ্র বিনয়ীটা নিজে 'সরি' কইয়া ঝড়গা মিটাইয়া লয়। পরে ১দিন কতায় কতায় ঐ ঝড়গার কতা উঠলে অয় আমারে কয়, 'আমি নিজে যাইচ্যা ঝড়গা মিটাইছি আমার কুনু দোষ আছে দেইখ্যা না, বরং আমি ঐ ব্যাটার চেয়ে সুপিরিয়র দেইখ্যা'।

কতা হুইনা চমকাইয়া উঠি আমি। কী কয় বিনয়ের অবতার? আরেকদিন কতায় কতায় হে কয়- 'আমি আগ বাড়ায়া মানুষের লগে কতা কই কারণ তাগো চেয়ে আমি সুপিরিয়র, সুপিরিয়র যেহেতু আমার মইদ্যে বিনয় আছে'। আরো কয়দিন হের লগে কতাবার্তায় জানলাম- হের হগগল বিনয়সূচক আচরণের কারণ ১টাই- হে সবার চেয়ে সুপিরিয়র। আমি পুরাই দ্বিধায় পইড়া যাই, হেরে আসলে কী কওন যায়, বিনয়ী না অহংকারী?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।