আমি ৫০০৯৩ নম্বর ব্লগার
মৌমিতার ভাগ্য নাকি বাঁধা পড়েছে বুদ্ধিজীবিকায়।
তার জগতে বজ্রপাত হয়ে যায়
এটা ভাবতেই যে,
কি সুন্দর আমরা!
নিরাভরন করে কত আভরন দিয়ে
সে যদি তোমরা জানতে
তো সত্যিই মৌমিতা কৃতজ্ঞ হতো।
অর্ধাঙ্গী হবে হয়তো কোন বুদ্ধিজীবির
ঘর দুয়ার ? সব বুদ্ধিমহল।
মৌমিতা নাকি বুদ্ধিজীবি হতে চলেছে!
তার পাগলামী দেখে কেউবা বলে কবি,
কেউবা বুদ্ধিজীবি।
সে বোধহয় খুব সম্ভবনাময়,
নতুন কোন বুদ্ধি প্রসব করতে যাচ্ছে।
কিন্তু সেটা কি?
উত্তরে দার্শনিক ভাষ্য - জানিনা!!
অন্য সব সুশীলরা বলে
মৌমিতার ভাগ্য নাকি বাঁধা পড়ে আছে বুদ্ধিজীবিকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।