আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ জিয়ার স্মৃতিসরুপ কিছু কথা লিখতে চাই। হটাৎ করে কিযে হইলো কাগজ আছে কলম নাই

কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়

শহীদ জিয়ার স্মৃতিসরুপ কিছু কথা লিখতে চাই। হটাৎ করে কিযে হইলো কাগজ আছে কলম নাই ৭৫ এর মীরজাফর বাংগালীরা ভুলে নাই। কলম হাতে না পাইয়া বাইচা গ্যাছো লিখি নাই। হুমকি দিয়া কি লাভ মিয়া? ফকিরের আর কিসের ভয়! রক্ত হাতে চশমা চোখে খুনী কেমনে শহীদ হয়? চামচিকা রে বাংলাদেশে কে বানাইলো মাতব্বর? লাল সবুজে শরীর ঢাকা সব শালারা মীরজাফর। জয় জয় পাকিস্থান জয় জয় মুসলমান দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্থান।

ষড়যন্ত্রের শিকার কিন্তু বংগবন্ধু মরে নাই। মার্চ মাসের ভাষন আমি ঘুমে থেকে শুনতে পাই। থানা পুলিশ ডাইকা আনো খুন খারাবি করতে চাই। বংগবন্ধু বাইচা আছে, বাংগালীরা বাইচা নাই। ..... .... সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই, ভাল মানসের ভাত নাই, আদালতে আইন নাই।

কোটকাচারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই, দেশপ্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.