দিবসটির এবারের প্রতিপাদ্য হল: ‘বাঘ বাঁচান, মায়ের মত সুন্দরবন রক্ষা করুন’।
দিবসটি পালন উপলক্ষে আজ সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও জেলা প্রশাসন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এর আগে খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে সমাবেশ ও সেখান থেকে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় মূল আলোচক ছিলেন সহকারী বন সংরক্ষক আবু নাসের মোহসিন হোসেন।
স্বাগত বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ।
খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।