আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগীয় বর্বরতা আর সভ্য আমরা!!

সত্যের কাছে মিথ্যে চিরকালই পরাজিত

১৯৯৪-৯৫ সালের দিকের ঘটনা, কিছুদিন আগে নতুন টিভি কেনা হইছে, বিটিভি ছাড়া অন্য কোন চ্যানেল নাই, তাই সংবাদ ও দেখা হত। তখন বিটিভি অনেক ভালো অনুষ্ঠান দেখাত। একদিন টিভি দেখছিলাম, হঠাৎ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সংবাদে দেখাচ্ছে দুইজন সাদা চামড়ার লোক একটি বিশাল সাইজের কুকুর নিয়ে এক কালো লোককে তাড়া করছে, এরপর কুকুরটি কামড়ে আর হিংস্র থাবায় কালো লোকটিকে ছিড়ে খাচ্ছে!! এইটুকু দৃশ্য দেখতেই পানিতে চোখ ঝাপসা হয়ে গিয়েছিল এরপর শুধু নেলসন ম্যান্ডেলার নাম টা শুনেছিলাম। এতবছর পর এখন বুঝতে পেরেছি কেন টিভিতে সেইটা দেখানো হয়েছিল।

নেলসন ম্যান্ডেলা তখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আর তার বর্ণবাদবিরোধী অবদানের জন্যই সেই রিপোর্টটা হয়েছিল বলেই মনে হয়। এবার আসি মূল প্রসঙ্গে, মধ্যযুগীয় বর্বরতা বলতে একটা কথা চালু আছে! খ্রীস্ট-শতাব্দী মতে ৫০০ খ্রীস্টাব্দ থেকে ১৩০০ খ্রিস্টাব্দ হচ্ছে এখনকার হিসেবে মধ্যযুগ। যার দ্বারা বুঝানো হয় যেকোন নিষ্ঠুর আর অমানবিক অত্যাচার কে মানে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার মাথায় আরো কিছু প্রশ্ন এসে যায়, কেউ জানালে খুশি হব.----- প্রথমে যে ঘটনাটা বললাম সেইটা কিন্তু খুব আগের ঘটনা নয়, মধ্যযুগে কি এরকম হত? ১ম বিশ্বযুদ্ধে ৯ মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছিল, ২য় বিশ্বযুদ্ধে ৫০-৭০ মিলিয়ন মানুষ কে হত্যা করা হয় এগুলো কি নির্মমতা নয়? নাকি বোমা মেরে আর গুলি করে ছিন্ন ভিন্ন করে ফেলা দেহগুলো নির্মমতা প্রকাশ করে না? উনিশ শতকে আলজেরিয়ায় ফরাসীদের নির্মম অত্যাচার কিসের সাক্ষ্য দেয় সভ্যতার? গর্ভবতী মহিলাদের কে পর্যন্ত ধর্ষন করেছে পশুরা, শুধু সেখানেই থেমে থাকেনি, তাকে চিড়ে পেট থেকে অনাগত বাচ্চা কি ছেলে না মেয়ে তা নিয়ে জুয়া পর্যন্ত খেলেছে পিশাচের দল, তবুও এটা বর্বরতা নয়?তারা সভত্যার ধারক বাহক তো তাই এগুলো সভ্যতা? ১৯৭১ সালের আমাদের দেশের ত্রিশ লক্ষ মানুষ কে নির্মম ভাবে হত্যা করা হল এটা কি বর্বরতা নয়? অসংখ্য নারী কে ধর্ষন করল পিশাচের দল, বেনেট দিয়ে খুঁচিয়ে, বিবস্ত্র করে, আরো শত বিকৃত ভাবে ধর্ষন করে মানসিক বিকৃতির এমন কোন দিক নেই যে তারা দেখায় নি। মৃত মানুষের লাশকে পর্যন্ত এরা বিকৃত করেছে এগুলো নির্মমতা নয়? মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে হত্যা করেছে পশুর দল।

তবুও আমরা নির্মমতা আর বর্বরতা খুঁজে পাই না? কাশ্মীরে আর গুজরাটে যে দাঙ্গা হল তাতে মানুষ কে মানুষ মনে করা হয় নি, নারী পুরুষ নির্বিশেষে নির্বিচারে হত্যা করা হল সেগুলো বর্বরতা নয়? পুরো ট্রেন জ্বালিয়ে দেয়া হল পুড়িয়ে মারা হল হাজার হাজার মানুষ সেইটা কি বর্বরতা নয়? রাসায়নিক ব্যাবহার করে সাদ্দামের কুর্দি হত্যা কি বর্বরতা নয়? প্যালেস্টাইনে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সন্তান কে চোখের সামনে গুলি করে হত্যা করছে পিশাচের দল এটা কি বর্বরতা নয়? ইরাকে, আফগানিস্তানে লাখ লাখ মানুষ হত্যা কি বর্বরতা নয়? গত দু'শ বছরে যে পরিমান মানুষ কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেইটা তার আগের ১৮শ বছরের মানুষ হত্যার চেয়ে কম বলে মনে হয় না? আর বর্বরতা বলতে কি বুঝি? বাংলাদেশে যেভাবে মা ছেলেকে হত্যা করছে পরকীয়ার কারনে, প্রেমিক প্রেমিকাকে, বাবা ছেলেকে, ভাই ভাই কে, সন্তান মাকে, এমনটা কি মধ্যযুগে হত? মানুষের লাশ কি ১৫০ টুকরো করা হত? মধ্যযুগের বর্বরতা বলে মানুষের মধ্যে একটা প্রবাদ চালু করে দেয়া হয়েছে আর কিছুই না। ইসলাম বিরোধী চক্র মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে ঐ সময়ে পৃথিবীজুড়ে মুসলিমদের আধিপত্য বেশি ছিল আর তারা ছিল খুবই বর্বর!! আর আমরা কথায় কথায় সেটাই চর্বন করি আর শুধু আধুনিক সভ্য জগতের বাসিন্দা হয়ে দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালাই, ড্রোন বোমা বানাই যাতে খুব সভ্য উপায়ে মানুষ হত্যা করা যায় তাই নয় কি????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.