বকর-বকর করতে খুব ভালো লাগে। আগ্রহি শ্রোতা পেলে পাগলামি শুরু হয়ে যায়। ধমনিতে বারুদের প্রবাহ..
তোরেও তো রাখছিলাম আমার কৈশোরের শীর্ণ বুকে,
তুই কইতি অনেক বড় বুকটা আমার,
আমার বাপের বুকখান ছিল দেখনের মত
চাইলেই দেওন যাইত ঘুম,
বড় গভীর ছিলো তার বুকের ভিত!!
আমাগো গেরামের লোকে কইতো
"দেখ, দেখ, শেখের পোলার রাজকিয় হন্টন"!!!
বাপটা আমার বুড়াইয়া গেছে,
এখন বুকটা বড়ই সন্দেহ বাতিকে ভরা....
তার খোড়াইয়া হাটা আইজকাল আর কেউই
তেমন খেয়াল করেনা।
তোরে কত কইরা কইছিলাম
এক্ষন ঢুইকা পর এই বুকে..
আমি উজার কইরা দিতে জানি..
আমি রাখতে পারি নাই তোরে..
তোর কাছেই সব উজার করতে চাই নাই......
(বিঃদ্রঃ লেখার পর মনে হচ্ছে এটা কিছুই হয়নি, খারাপ লাগলে নির্দ্ধিধায় বলবেন, মুছে দেব)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।