আমাদের কথা খুঁজে নিন

   

জানি কোন পথে চলছি



আমি জানি আমি কোন পথে চলছি কোথায় একটা গন্তব্য যেন আমার আমি ভুলে যাই যত কিছু খুব সহজে এভাবেই হারালে পাছে ফিরে শুধু সময়ের শুকনো পাতার স্মৃতি বোটা খোসা হলুদ র্কিবা পিং বর্ণ আগুনের লেলিহান শিখার সামনে যায়নি বলেই পরাজয়ে স্বাদ বার বার নিতে হয়নি । তাই সব য়েন মিছে হয়ে সাক্ষী থাকলো মহাকাল বিদায় পৃথিবী বলারে আগে প্রশ্ন আছে অনেক শোনার মত কেউ কি আছে নাকি মহা প্রলয়ে বেসে যায় ফুকুশিমা কিংবা নতুন কোন সুনামী আমি কোন পথে চলছি জানি না । রাতের বিবরণ চলে আসে দিনের আলোর তারা শুধু অন্ধকার খুজে তিমির রজণী যুবা তারুণ্যের উত্তাপ পড়ে থাকে ফুটপাতে । আমি জানি না কোথায় আমার গন্তব্য । নব সৃষ্টির উল্লাসের যে প্রাণ হয় নিষ্প্রভ আমার প্রতিটি চাহনি যেন আটকে যায় আজ বার বার । সত্য্ই আমি আমার চিরচেনা পথ হারিযে ফেলেছি। একটা ধ্বংস যেন আমাকে ডেকে যাচ্ছে । আমি কখনোই পথ হারাতে চাইনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.