আমাদের কথা খুঁজে নিন

   

গাঁজা খায় রাজা পরে পায় সাজা



গাঁজা সেবনের অপরাধে কিশোরগঞ্জে এক পুলিশ কনস্টেবলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত আবু বক্কর সিদ্দীক কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে কর্মরত ছিলেন। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেরুয়াইল গ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সিদ্দীককে আটক করা হয়। অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "মাদকবিরোধী অভিযানের সময় সিদ্দীককে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার কাছে ৫০ গ্রাম গাঁজাও পাওয়া গেছে।" এরপর সিদ্দীককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে হাকিম আবু তাহের সাঈদ তাৎক্ষণিকভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।