ডা: শাহরিয়ারের পোষ্ট
গাঁজা নিয়ে গাঁজাখুরি গল্প করতে বসিনি। গত ১ মাস যারা ইন্টারনেটে হেলথ নিউজ পড়ছেন তারা মোটামুটি সবাই জানেন গাঁজা নিয়ে কি গাঁজাখুরি চলছে ওবামার প্রশাসনে। সেই প্রসঙ্গে আপনাদের একটু অবাক করে দিতেই এই পোষ্ট।
গাঁজা খাওয়া সারা পৃথিবীতেই নিষিদ্ধ তবে বেশ কিছু দেশে চিকিৎসার প্রয়োজনে(!!) গাঁজা বৈধ! দেশগুলির ভেতর আছে, কানাডা, অষ্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, ইজরায়েল, ফিনল্যান্ড, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশ। এসব দেশে ডাক্তারের প্রেসকিপশন হলে গাঁজা কিনতে পাওয়া যায়!
আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস ( আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ডাক্তারদের সংগঠন ) এবং ব্রিটিশ মেডিক্যাল এসোসিয়েসন চিকিৎসায় গাঁজা ব্যাবহার সমর্থন করে!
সেসব দেশের ডাক্তারদের ধারনা গাঁজা মাদকাসক্তদের চিকিৎসা(!), বাত, এজমা, অটিজম, কোলন ক্যান্সার, বিষন্নতা, মৃগী, হেপাটাইটিস সি, উচ্চ রক্তচাপ, ব্লাড ক্যান্সার ইত্যাদি সহ প্রায় ২৫০ টি রোগর চিকিৎসায় ব্যাবহার করা যায়!
আমার ধারনা আমি আমার পেশাগত জীবনে এর চাইতে বড় গাঁজাখুরি তথ্য আর পাইনি। প্রসঙ্গত বলতে চাই এই সব বড় বড় ডাক্তাররাই এক সময় কাশির চিকিৎসায় হেরোইন আবিষ্কার এবং বাজারজাত করেছিলেন, যার ফল গোটা মানবজাতি এখনও ভোগ করছে।
http://en.wikipedia.org/wiki/Medical_cannabis বিস্তারিত জানতে ( এবং কেউ যেন না ভাবেন আমি এসব গাঁজা খেয়ে লিখেছি সেজন্য, দেখুন!!
সবাইকে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।