আমাদের কথা খুঁজে নিন

   

গাঁজা চিকিৎসা!

সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না...

আগের পোস্টে বলেছিলাম আমার আলসার হওয়ার ঘটনা, আজ বলছি আমার রোগ সারানোর কাহিনী... হইছে আলসার, কিছু খাইতে পারিনা, মন মেজাজ খারাপ। কিছু খাইলেই বমি হইয়া যায়। থাকি মেসে, কেউ খাওয়ার কথা বলেও না আমিও খাই না। পুরাপুরি তিন দিন না খাওয়া, পানি বাদে কিছুই খাই নাই। মন মেজাজ অত্যধিক খারাপ।

জীবনের প্রতি আমি বীতশ্রদ্ধ। হঠাৎ দেখলাম রুমমেট গাঁজা বানাচ্ছে। এই জীবন আর রাইখা কি হবে ভেবে দিলাম গাঁজায় টান... কি আশ্চর্য ! খানিক বাদেই লাগলো চরম ক্ষিদা। ভাত খেলাম, ভাত খাওয়ার পর রুটি খেলাম এমনকি রুটির শেষ দিকের শক্ত অংশ টুকু পর্যন্ত খেয়ে ফেললাম। মুখের রুচি মুখে ফিরে এলো আর সেই থেকে সুস্থ আছি...।

দোয়া করবেন...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।