খুব সহজেই কেউ কারও বন্ধু ্্যেমোন হতে পারেনা, শত্রু ও না। মনে হয় সবাই তা বোঝেনা। যদি বুঝত, তাহলে আমি যেমন আমার ছেলেবেলার অনেক সহপাঠী কে এখনও মোনে করি, বরতমানে আমার পাশে তাদের অভাব অনুভব করি, ওরাও তেম্ন অনুভব করত। তেমনি হয়তবা আমার এখনকার নামকাওয়াস্তে বন্ধুগুলো শুধু নিজেরদের ভালো অবোস্থান আর সারথের কথা ভাবতনা। আমার ছেলেবেলার সেই বন্ধুরা হয়ত আমার খুব ভালো বোনধু ছিলনা ,কিন্তু ওদের সাথে আমার জীবন এর অনেক বেলা কেটছে । ওদের হয়তবা মনেই নেই,কিন্তু আমার এখোনও ওদের কথা মনে পড়ে। সেই হাসিঠআটটা, ঝগড়া ,আড়ী নেওয়া,কিংবা মারামারি-আমি আজও মিস করি। আজ ভাবি, হয়ত ওরা আমার বন্ধু ছিলনা, কিন্তু আমি ত ওদের বন্ধু ছিলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।