আমাদের কথা খুঁজে নিন

   

এখনো শুদ্ধতা

জানালা টা খুলে আজো রাখি অকারনেই কিছুটা সময় নিয়ে ওপাশের আঁধারে তাকিয়ে থাকি | ঝিঁঝি দের এক টানা কোরাসেও কেন জানি থাকে মৌনতা, জোনাকির আলোময় উপস্থিতি তেও কাটে না শূন্যতা | মাঝে মাঝে জ্যোত্‍স্ননার আলো এসে সেখানে দেয় উঁকি, যদিও এসব কিছু ই লাগে না ভালো মন আজো অন্ধ, আঁধারে খোঁজে আলো | মাঝে মাঝে মনে হয় সব ই অর্থহীন, এই যে বেঁচে থাকা সময় করে রোজ তোমার সাথে দেখা | অজান্তের স্পর্শে চমকে উঠে একটু সরে বসা তাড়াতাড়ি চোখ নামিয়ে কফির কাপে চুমুক দিয়ে লাজুক হাসা; এ সব যেন শুধু ই ভন্ডামি, যেখানে অচেনা বিষাদের মেঘ একা রাত গুলতে শরীর ঘিরে হয় জমা, ঘরের ভেতর বদ্ধ লাগে, পশুর মত গ্রাস করে হ্মুধা তৃষ্ণা আকাহ্মা, যারা ভেঙ্গে ফেলতে চাই সব সংযমের বাঁধা অথচ তোমায় দিতে চাই এখনো শুদ্ধ কিছুটা ভালোবাসা.... এখনো....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.