আমাদের কথা খুঁজে নিন

   

মজার জোকস........

Live with no excuses and love with no regrets ১. তিন বোন । ছোট বোনের বাচ্চা হবে । তখন বড় বোন বললো-জানিস, যেদিন আমার বচ্চা হয় সেদিন না আমি রাম-লক্ষণ নামের একটা সিনেমা দেখেছিলাম । ঠিকই সেদিন আমার ২টি ছেলে হলো। তাদের একজনের নাম রাখলাম রাম এবং অন্য জনের নাম রাখলাম লক্ষণ।

তখন মেজো বোন বললো- জানিস,যেদিন আমার বচ্চা হয় সেদিন না আমি "গঙ্গা, যমুনা, সরস্বতি” নামের একটা সিনেমা দেখেছিলাম। । ঠিকই আমার তিন কন্যা হলো। তাদের একজনের নাম রাখলাম গঙ্গা, আরেক জনের নাম যমুনা এবং অন্যজনের নাম সরস্বতি । তখন ছোট বোন কাদঁতে আরম্ভ করলো ।

সবাই জিজ্ঞাসা করল কি হয়েছে?সে বললো-হায়!হায়! আমি তো কালকে “ আলীবাবা চল্লিশ চোর “ ছবি দেখেছি,তাহলে কি আমার চল্লিশ চোর সন্তান হবে? ----------------------------------------------------------------------------- ২. ---ভাই আপনি কি গাড়ি কেনছেন? --- বলবো আচ্ছা ঠিক আছে বলেন? বোললাম না.......বলবো। বলবো বলবো করতাছেন........কিন্তু বলেনতো, আরে ভাই......বোলবো গাড়ি কিনছি। হা হা এখন আমি বুঝলাম, উনি ভলভো ( VOLVO) গাড়ি কিনছে কিন্তু বলতে পারছেন না। ---------------------------------------------------------------------------- ৩. ম্যানেজারঃ তুমি নাকি আলমিরার চাবি আবারও হারিয়েছ? কেরানিঃ জ্বী স্যার। ম্যানেজারঃ আগে একটা হারিয়েছিলে তাই এবার তালার সঙ্গে দুটো চাবিই তোমাকে দিয়েছিলাম ।

কেরানিঃ দুটোই হারাই নি স্যার ! একটা মাত্র হারিয়েছি । ম্যানেজারঃ তাহলে অন্যটা কোথায় ? কেরানিঃ হারিয়ে যাবার ভয়ে আগে থেকেই সাবধান ছিলাম। তাই ওটা আলমিররার মধ্যেই সংরক্ষণ করে রেখেছিলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.