বাংলা ব্লগে লেখার অগ্রহ অনেক দিনের, তাই লিখছি ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি স্কুলে অল্প সময়ের ব্যবধানে ৮ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে ৪ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার বেলা পৌঁণে ১১টার দিকে আড়াইহাজারের সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ক্লাস চলাকালে একের পর এক ৮ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা পৌঁনে ১১টার দিকে ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস চলছিলো। এ সময় এক ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে।
এর পরপরই অল্প সময়ের ব্যবধানে একই ক্লাসের আরো ৭ জন ছাত্র-ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এদের মধ্যে ফাতেমা আক্তার, তানজিলা আক্তার, মফিজুল ইসলাম, এনামুল হক ও লাবিবাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আবাসিক চিকিৎসক খান মো. জহির উদ্দীন সাংবাদিকদের জানান, গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের কারণে এই রোগ হয়ে থাকে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উলে¬খ্য, এর আগে গত সপ্তাহে আড়াইহাজার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে গণহিস্টিরিয়ায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলো।
http://adf.ly/15AKM
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।