আমাদের কথা খুঁজে নিন

   

আড়াইহাজারে সোনার দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

এতে ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মূল্যের বেশি মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।
শুক্রবার গভীর রাতে উপজেলার উচিৎপুরা বাজারে স্বর্ণালঙ্কার, মুদি ও দর্জির তিনটি দোকানে ডাকাতি হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে ৩০/৩৫ জনের একদল ডাকাত উচিৎপুরা বাজারের তিন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে ধাওয়া করে বাজার ঘিরে ফেলে। এরপর কানাইয়ের মালিকানাধীন শ্রাবণ জুয়েলারি দোকানের তালা ভেঙ্গে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রূপাসহ ১৪ মণ ওজনের লোহার সিন্দুকটি তুলে নিয়ে যায় তারা।
পরে তারা পাশের রিপনের মুদি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে মালামালসহ নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং ফরিদের টেইলার্স থেকে তিনটি মোবাইলসহ নগদ ২০ হাজার টাকা লুট করে।
ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনিবার ভোরে মরদাসাদী গ্রাম থেকে রিপন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান ওসি আখতার।
রিপনকে ‘চিহ্নিত ডাকাত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ডাকাতদের সবাইকে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.